ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-'জিগ্স-মেদ-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান

ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-'জিগ্স-মেদ-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: ngag dbang blo bzang 'jigs med bstan pa'i rgyal mtshan) (১৮৪৯-১৯০০) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের নবম 'ফাগ্স-পা-ল্হা (ওয়াইলি: 'phags pa lha) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন। তিনি তিব্বতের খাম্স অঞ্চলে অবস্থিত ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) সাতাশতম প্রধান ছিলেন।

ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-'জিগ্স-মেদ-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান

সংক্ষিপ্ত জীবনী

ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-'জিগ্স-মেদ-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান ১৮৪৮ খ্রিষ্টাব্দে তিব্বতে জন্মগ্রহণ করেন। ১৮৫২ খ্রিষ্টাব্দে তাকে ব্লো-ব্জাং-'জিগ্স-মেদ-দ্পাল-ল্দান-ব্স্তান-পা'ই-ন্যি-মা (ওয়াইলি: blo bzang 'jigs med dpal ldan bstan pa'i nyi ma) নামক অষ্টম 'ফাগ্স-পা-ল্হা (ওয়াইলি: 'phags pa lha) উপাধিধারী বৌদ্ধ লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করা হয়। ১৮৬২ খ্রিষ্টাব্দে তিনি ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের সাতাশতম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বেশ কিছু স্থানীয় বিবাদের মধ্যস্থতা করেন। ১৮৬৬ খ্রিষ্টাব্দে তিনি স্থানীয় চিং আধিকারিককে একটি বিদ্রোহ দমনে সহায়তা করলে চিং সম্রাট টংঝি তাকে খুতুখতু উপাধিতে ভূষিত করেন। তিনি তার বিহারের জন্য একটি বিশালাকার স্বর্ণনির্মিত মৈত্রেয় মূর্তি নির্মাণ করান।[1]

তথ্যসূত্র

  1. Chhosphel, Samten (জুন ২০১০)। "The Ninth Pakpa Lha, Ngawang Lobzang Jigme Tenpai Gyeltsen"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-১২
পূর্বসূরী
ব্লো-ব্জাং-'জিগ্স-মেদ-দ্পাল-ল্দান-ব্স্তান-পা'ই-ন্যি-মা
ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-'জিগ্স-মেদ-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান
নবম 'ফাগ্স-পা-ল্হা
উত্তরসূরী
ব্লো-ব্জাং-থুব-ব্স্তান-মি-ফাম-ত্শুল-খ্রিম্স-র্গ্যাল-ম্ত্শান
পূর্বসূরী
ব্লো-ব্জাং-দোন-গ্রুব-র্গ্যা-ম্ত্শো
ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-'জিগ্স-মেদ-ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান
ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের সাতাশতম প্রধান
উত্তরসূরী
ঙ্গাগ-দ্বাং-'জিগ্স-মেদ-ম্খ্যেন-রাব-ব্স্তান-'দ্জিন-'ফ্রিন-লাস
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.