ঘাড়ব্যথা
ঘাড়ব্যথা (ইংরেজি: Wryneck বা Jynx) কাঠঠোকরা পরিবারের একটি গুরুত্বপূর্ণ গণের নাম। এরা মাটিতে চরতে অভ্যস্ত। এদের মাঝারি আকারের ঠোঁট ক্রমশ সরু, চাপা ও সুচালো; নাসিকা বড়; ডানার প্রান্ত চোখা; ডানা সুচালো, পালক কোমল; লেজ বর্গাকার, ডানার দৈর্ঘ্যের তিন-চতুর্থাংশ বা বেশী, লেজের পালক নমনীয়। এই গণে পৃথিবীতে ২ প্রজাতি, বাংলাদেশে ১ প্রজাতি দেখা যায়। সেগুলো হলও;[1]
- ইউরেশীয় ঘাড়ব্যথা, Jynx torquilla
- লাল-গলা ঘাড়ব্যথা, or Rufous-necked Wryneck, Jynx ruficollis
ঘাড়ব্যথা Wrynecks | |
---|---|
![]() | |
ইউরেশীয় ঘাড়ব্যথা | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | পাখি |
বর্গ: | পিসিফর্মিস |
পরিবার: | কাঠঠোকরা |
গণ: | Jynx লিনিয়াস, ১৭৫৮ |
প্রজাতি | |
J. torquilla |
তথ্যসূত্র
- জিয়া উদ্দিন আহমেদ ও অন্যান্য সম্পাদিত; বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি; খণ্ড- ২৬; পৃষ্ঠা-৪১।
A.S.King/J. McLelland, Birds: Their structure and function, 2nd edition, 1984
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.