গ্রিগোরি রাসপুতিন
রাসপুতিনবা গ্রেগরি ইয়েফেমোভিচ রাসপুতিন (রুশ: Григорий Ефимович Распутин, আ-ধ্ব-ব: [ɡrʲɪˈɡorʲɪj (j)ɪˈfʲiməvʲɪtɕ rɐˈsputʲɪn];[1] 21 January [ও.এস. 9 January] 1869 – 30 December [ও.এস. 17 December] 1916 [2]) একজন রুশ সন্ন্যাসী, একজন অভিজ্ঞ পবিব্রাজক,[3] (জন্ম: ১৮৭২ - মৃত্যু: ১৯১৬) তিনি এবং দ্বিতীয় নিকোলাসের দরবারের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। রাজদম্পতির উপর তার প্রভাব ছিল বলে ধারণা করা হয়। এছাড়া অনেকে তাকে চরিত্রহীন লম্পট এবং সে সময়ের রুশ রাজনীতিতে নানা ধরনের দুষ্ককর্মের হোতা বলে মনে করেন। ১ম বিশ্বযুদ্ধের সময় জার্মানীর প্রতি সহানুভূতিশীল থাকায় রাজ দরবারের একদল বিশিষ্ট ব্যক্তি তাকে গুপ্তভাবে হত্যা করে।
গ্রিগোরি রাসপুতিন | |
---|---|
![]() | |
জন্ম | Pokrovskoe, Siberia, Russian Empire | ২১ জানুয়ারি ১৮৬৯
মৃত্যু | ৩০ ডিসেম্বর ১৯১৬ ৪৭) Petrograd, Russian Empire | (বয়স
মৃত্যুর কারণ | গুপ্তহত্যা |
পেশা | কৃষক, তীর্থযাত্রী, আধ্যাত্মিক চিকিৎসক, পরামর্শদাতা |
দাম্পত্য সঙ্গী | Praskovia Fedorovna Dubrovina |
সন্তান | মিখাইল, আন্না, গ্রিগরি, দিমিত্রি, মারিয়া, ভারভারা, পারাস্কেভা |
পিতা-মাতা | Efim Vilkin Rasputin & Anna Parshukova |
জন্ম ও শিক্ষাজীবন
রাসপুটিনের জন্ম হয় তুরা নদীর তীরে পক্রভস্কায়া নামে সাইবেরিয়ার ছোট্ট একটি গ্রামে । জন্মের তারিখ নিশ্চিত নয়, তবে ঐতিহাসিকদের মতে তা ১৮৬৩ থেকে ১৮৭৩ এর মধ্যে । রাসপুটিনের শৈশব সম্পর্কে যা জানা যায় তার পুরোটাই পারিবারিক সূত্র থেকে পাওয়া মৌখিক ইতিহাস । জানামতে রাসপুটিনের দুইজন সহদোর ছিলেন । বড় ভাই দমিত্রি এবং বোন মারিয়া ।