গ্রহসংযোগ
সূর্য, পৃথিবী এবং অন্য কোন গ্রহ একই সরলরেখায় থাকলে তাকে গ্রহসংযোগ বা Conjunction বলে। এ সময় অন্য গ্রহটির প্রতান ০ডিগ্রী হয়। গ্রহসংযোগ দুই ধরনের হতে পারে:
- অন্তঃসংযোগ: পৃথিবী এবং সূর্যের মাঝে গ্রহটি থাকলে। কেবল বুধ এবং শুক্রের ক্ষেত্রই এমনটি হওয়া সম্ভব।
- বহিঃসংযোগ: পৃথিবী এবং সূর্যের অপর দিকে গ্রহটি থাকলে।

বুধ ও শুক্রগ্রহের মধ্যকার একটি গ্রহসংযোগ। মনে হচ্ছে, চাঁদের উপরের দিকে। যেমনটি চিলির প্যারানাল মানমন্দির থেকে দেখা গিয়েছে।
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.