গোলাপী ভুঁই চাঁপা

গোলাপী ভুঁই চাঁপা বা গোলাপী ঘাস ফুল (দ্বিপদ নাম:Zephyranthes rosea) কন্দক জাতীয় লিলি পরিবারভুক্ত গাছ। এদের ইংরাজী নাম Rosy Rain lily, Rose Fairy Lily, Rose Zephyr Lily বা pink rain lily। এই প্রজাতিটি বাগানের বাহারি উদ্ভিদ হিসেবে বাগানের জন্য লাগানো হয়ে থাকে।

Cuban zephyr lily
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
অপরিচিত শ্রেণী (ঠিক করুন): Zephyranthes
প্রজাতি: Z. rosea
দ্বিপদী নাম
Zephyranthes rosea
Lindl.
প্রতিশব্দ[1][2]
  • Amaryllis carnea Schult. & Schult.f.
  • Amaryllis rosea (Lindl.) Spreng. nom. illeg.
  • Atamasco rosea (Lindl.) Greene
  • Zephyranthes carnea (Schult. & Schult.f.) D.Dietr.

বিবরণ

গোলাপী ভুঁই চাঁপা শুধু বর্ষাতে ফোটে; হয়তো তাই এর নাম বৃষ্টি লিলি। সব লিলিই ভূঁই ফোড় শ্রেনীর কারণ এই ধরনের ফুল গাছের ডাল থেকে হয় না, মাটি ফুঁড়ে ফুলের স্টিক বেরোয়। এদের ফুল সাদা, হলুদ ও গোলাপী রঙের হতে পারে। সাদার উপরে খয়েরী ডোরা আঁকা একটি প্রজাতিও পাওয়া যায়।

গোলাপী ভুঁই চাঁপায় এক ধরনের ক্যাটারপিলার হয় ঝাঁকে ঝাঁকে। পাতা খেয়ে শেষ করে ফেলে। এগুলো এক প্রকার মথের ক্যাটারপিলার। তার নাম লিলি মথ। এই লিলি মথের লার্ভাগুলি শালিকের প্রিয় খাদ্য।

তথ্যসূত্র

  1. "Zephyranthes rosea Lindl."। Tropicos.org, Missouri Botanical Garden। সংগ্রহের তারিখ আগস্ট ৭, ২০১১
  2. "Zephyranthes rosea Lindl."। The Plant List। সংগ্রহের তারিখ আগস্ট ৭, ২০১১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.