গেরাল্ট অফ রিভিয়া

গেরাল্ট অফ রিভিয়া (পোলীয়: Geralt z Rivii) হলেন একজন কাল্পনিক এবং দ্য উইচার সিরিজের প্রধান চরিত্র। সিরিজটি পোলীয় লেখক আন্দ্রে সাপকোওস্কির ছোটগল্প আর উপন্যাসের সমন্বয়, যা পরবর্তীতে চলচ্চিত্র, টেলিভিশন ধারাবাহিক, কমিক বই এবং ভিডিও গেমসে রূপান্তরিত হয়। দ্য কন্টিনেন্টে টিকে থাকা অল্প কয়েকজন উইচারের মধ্যে গেরাল্ট অন্যতম। তিনি একজন ভবঘুরে ভাড়াটে দানব শিকারী, যিনি ছোটবেলা থেকে প্রাণঘাতী জন্তুদের বধ করার জন্য পরিবর্তিত (মিউটেটেড) এবং প্রশিক্ষণ প্রাপ্ত।

গেরাল্ট অফ রিভিয়া
দ্য উইচার চরিত্র
দ্য উইচার ৩: ওয়াইল্ড হান্ট (২০১৫)-তে গেরাল্টের আবির্ভাব
প্রথম উপস্থিতি
  • সাহিত্য:
  • "দ্য উইচার" (১৯৮৬)
  • চলচ্চিত্র:
  • দ্য হেক্সার (২০০১)
  • টেলিভিশন:
  • "চাইল্ডহুড" (২০০২)
    (দ্য হেক্সার)
  • "দ্য এন্ড’স বিগিনিং" (২০১৯) (দ্য উইচার)
শেষ উপস্থিতি
  • সাহিত্য:
  • সিজন অফ স্টর্মস (২০১৩)
  • চলচ্চিত্র:
  • দ্য হেক্সার (২০০১)
  • টেলিভিশন:
  • "সিরি" (২০০২)
    (দ্য হেক্সার)
  • "মাচ মোর" (২০১৯)
    (দ্য উইচার)
স্রষ্টা আন্দ্রে সাপকোওস্কি
চরিত্রায়ণ Michał Żebrowski
(দ্য হেক্সার চলচ্চিত্র এবং দ্য হেক্সার টেলিভিশন ধারাবাহিক)
হেনরি কেভিল
(দ্য উইচার টেলিভিশন ধারাবাহিক)
কণ্ঠ প্রদান পোলিশ
Jacek Rozenek
ইংরেজি
Doug Cockle
জাপানিজ
Kazuhiro Yamaji
তথ্য
লিঙ্গপুরুষ
পেশাদানব শিকারী
পরিবারভিসেনা (মা)

দ্য হেক্সার চলচ্চিত্র এবং টেলিভিশন ধারাবাহিকে গেরাল্ট চরিত্রে অভিনয় করেন Michał Żebrowski এবং দ্য উইচার টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন হেনরি কেভিল[1]

কাল্পনিক জীবনী

মূল

কেন্দ্রীয় চরিত্র গেরাল্ট একজন উইচার। জন্মগ্রহণের পরপরই গেরাল্টের মা, ভিসেনা, তাকে উইচার হিসেবে গড়ে তোলার জন্য উইচার স্কুলে প্রশিক্ষণ নিতে পাঠান।

ভিডিও গেমস

টেলিভিশন ধারাবাহিক

তথ্যসূত্র

  1. Otterson, Joe (৪ সেপ্টেম্বর ২০১৮)। "Henry Cavill to Star in 'Witcher' Series at Netflix"VarietyPenske Media Corporation। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.