গিয়াসউদ্দিন বলবন
গিয়াসউদ্দিন বলবন (reigned: 1266–86) (উর্দু: غیاث الدین بلبن) ছিলেন দিল্লির ৯ম মামলুক সুলতান, মামলুক বংশকে দাস বংশ বলা হয়ে থাকে।। তিনি প্রথমে নাসিরউদ্দিন মাহমুদের উজির ছিলেন। নাসিরউদ্দিন নিঃসন্তান অবস্থায় মারা যাওয়ার পর বলবন মসনদে বসেন।

দিল্লির মেহরাওলিতে বলবনের মাজারের কবর
গিয়াসউদ্দিন বলবন | |
---|---|
দিল্লির সুলতান | |
রাজত্বকাল | ১২৬৬–১২৮৭ |
সমাধিস্থল | বলবনের মাজার, মেহরাওলি প্রত্নতাত্ত্বিক পার্ক, দিল্লি |
পূর্বসূরি | নাসিরউদ্দিন মাহমুদ |
উত্তরসূরি | মুইজউদ্দিন কায়কোবাদ |
সন্তানাদি | মুহাম্মদ খান নাসিরউদ্দিন বুগরা খান |
বলবন ১২৬৬ থেকে ১২৮৬ সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত শাসন করেছেন। তার জ্যেষ্ঠ পুত্র মুহাম্মদ খান মঙ্গোলদের বিরুদ্ধে যুদ্ধে নিহত হয়েছিলেন। আরেকপুত্র নাসিরউদ্দিন বুগরা খান বাংলার শাসক হিসেবে থাকা পছন্দ করতেন। তাই বলবন তার পৌত্র কায়খসরুকে উত্তরাধিকারী মনোনীত করেন। তবে তার মৃত্যুর পর অভিজাত ব্যক্তিরা কায়কোবাদকে সুলতান মনোনীত করে।[1]
তথ্যসূত্র
আসল নাম=উলুঘ খাঁ
- Sen, Sailendra (২০১৩)। A Textbook of Medieval Indian History। Primus Books। পৃষ্ঠা 76–79। আইএসবিএন 978-9-38060-734-4।
পূর্বসূরী নাসিরউদ্দিন মাহমুদ |
দিল্লির সুলতান ১২৬৬–১২৮৭ |
উত্তরসূরী মুইজউদ্দিন কায়কোবাদ |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.