গিদ্ধা (নৃত্য)

গিদ্ধা (পাঞ্জাবী: ਗਿੱਧਾ, giddhā) ভারত এবং পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের নারীদের মধ্যে একটি জনপ্রিয় লোকনৃত্য। এই  নৃত্যশৈলী রিং নাচ নামে প্রাচীন নৃত্য থেকে উদ্ভূত বলে মনে করা হয় এবং ভাঙরার মতই উত্তেজনাপূর্ন; এই নৃত্যেটি, একই সাথে নারীসুলভ করুণা, কমনীয়তা এবং নমনীয়তাকে সৃজনশীলভাবে প্রদর্শন করে। এটি একটি খুব বর্ণময় নৃত্যরূপ, যা এখন দেশের সব অঞ্চলে অনুসৃত হয়। নারীরা প্রধানত আনন্দ উৎসবে বা সামাজিক অনুষ্ঠানে এই নৃত্য প্রদর্শন করেন।[1]

মেয়েরা গিদ্ধা নাচের আগে।
পাঞ্জাবি গিদ্ধা নর্তকী

তথ্যসূত্র

  1. Bhargava, Gopal। Land and people of Indian states and union territories। পৃষ্ঠা 215।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.