ডিপ-থ্রোটিং
গভীর-কণ্ঠপ্রবেশ (ইংরেজি: Deep-throating) এক ধরনের মানব যৌনাচার যাতে একজন পুরুষ তার উত্থিত লিঙ্গ কোনো নারীর মুখ গহ্বরের ভিতরে সম্পূর্ণ ঢুকিয়ে দেয় যাতে সেটা তার কণ্ঠনালীর ভেতর অনুপ্রবিষ্ট হয়ে পড়ে। এটা একধরনের মুখমৈথুন।[1][2] সমকামীদের ক্ষেত্রে একজন পুরুষ উত্থিত লিঙ্গটি তার পুরষ কামসঙ্গীর মুখ গহ্বরের প্রবিষ্ট করে।


উদ্দেশ্য
এ অবস্থায় নারী তার মুখগহ্বরকে কার্যত যোনীর ন্যায় ব্যবহৃত হতে দেয়। উপর্যুপরি কণ্ঠপ্রবেশের মধ্য দিয়ে পুরুষ নারীর মুখাভ্যন্তরে বীর্যস্খলন করে। গভীর-কণ্ঠপ্রবেশের জন্য পুরুষের লিঙ্গ যথেষ্ট লম্বা হতে হয় যাতে তা লিঙ্গ গ্রহিতার কন্ঠনালী অবধি যেতে পারে।
অবস্থানসমূহ
গভীর-কণ্ঠপ্রবেশ করার সময় উভয়ের অবস্থান জরুরী। গভীর-কণ্ঠপ্রবেশ দিবে তার মুখ ও গলা একই সরল রেখায় রাখতে হবে এবং নাক দিয়ে শ্বাস-প্রশ্বাস নিতে হবে।[3] যে গভীর-কণ্ঠপ্রবেশ করবে যাতে তার পেট থেকে কোনো ধাক্কা না আসে এবং পুরুষের লিঙ্গ প্রয়োজনমত গলা থেকে বের করে নিতে আসতে পারে। উপরের কিনার অবস্থানে গভীর-কণ্ঠপ্রবেশ এটা দেওয়ার একটা প্রচলিত অবস্থান। এই অবস্থানে নারী চিত হয়ে তার মাথা বিছানার কিনারে ঝুলিয়ে শুয়ে পরে আর পুরুষ তার লিঙ্গ নারীর মুখ বরারবর রেখে সামান্য ঝুকে দাঁড়ায়। গভীর-কণ্ঠপ্রবেশের আরেক ধরনের অবস্থান রয়েছে, যেখানে নারী, পুরুষের বুকের উপর বসে থাকে, পুরুষ তার লিঙ্গ নারীর মুখের সামনে রাখে। মুখ উপর নিচ করে। [3]
আরও দেখুন
তথ্যসূত্রসমূহ
- Wright, Anne (২০০৯)। Grandma's Sex Handbook। Intimate Press, USA। পৃষ্ঠা 161। আইএসবিএন 978-0-578-02075-4। সংগ্রহের তারিখ জানুয়ারি ৭, ২০১২।
- Freud, Sigmund (১৯১৬)। Leonardo da Vinci: A PSYCHOSEXUAL STUDY OF AN INFANTILE REMINISCENCE। New York: MOFFAT YARD & COMPANY। পৃষ্ঠা 39। সংগ্রহের তারিখ জানুয়ারি ৭, ২০১২।
The situation contained in the phantasy, that a vulture opened the mouth of the child and forcefully belabored it with its tail, corresponds to the idea of fellatio, a sexual act in which the member is placed into the mouth of the woman.
- Cynthia W. Gentry, The Bedside Orgasm Book: 365 Days of Sexual Ecstasy, p.260.