গভঃ ল্যাবরেটরী হাই স্কুল, রাজশাহী

গভঃ ল্যাবরেটরী হাই স্কুল রাজশাহী বাংলাদেশের একটি সরকারী বালক বিদ্যালয় যা রাজশাহী শহরের লক্ষীপুর এলাকায় অবস্থিত।[1] ১৯৬৯ সালে এটি প্রতিষ্ঠিত হয়।[2] এই স্কুলের মটো হলো "শেখার জন‍্য এসো, সেবার জন‍্য যাও"। এখানে ৩য় শ্রেনী থেকে ১০ম শ্রেনী পযর্ন্ত শিক্ষা প্রদান করা হয়।[3]

গভঃ ল্যাবরেটরী হাই স্কুল, রাজশাহী
গভঃ ল্যাবরেটরী হাই স্কুল, রাজশাহী এর লোগো
অবস্থান
৮ নং ওয়ার্ড, লক্ষিপুর, রাজপাড়া
রাজশাহী, ৬০০০
বাংলাদেশ
স্থানাঙ্ক২৪.৩৭১৭° উত্তর ৮৮.৫৮০৪° পূর্ব / 24.3717; 88.5804
তথ্য
ধরনসরকারি উচ্চ বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১৯৬৯ (1969)
প্রধান শিক্ষকানিলু শামসুন নাহার
অনুষদ২৭
শ্রেনি৩য় থেকে দশম
শ্রেণীকক্ষ৪৬
ক্যাম্পাসের আকার৫.৯৯ একর
ক্যাম্পাসের ধরনশহুরে
রঙ        
বর্ষপুস্তকবার্ষিকি (বার্ষিক ম্যাগাজিন)
ওয়েবসাইটrglhs.edu.bd

অবস্থান

ইতিহাস

বিদ্যালয়টি সিপাইপাড়াতে অবস্থিত টিচার্স ট্রেনিং কলেজ (সাধারণভাবে টিটি কলেজ নামে পরিচিত) ভবনে কয়েকটি কক্ষ দিয়ে শুরু করে এবং পরে লক্ষ্মীপুরে নিজস্ব সবুজ চত্বরে স্থানান্তরিত হয়। ক্যাম্পাসে একটি এইচ-আকৃতির তিন তলা ভবনের সঙ্গে একটি খেলার মাঠ, ফুলের বাগান, একটি দুই তলা আবাসিক ছাত্রাবাস, ব্যায়ামাগার এবং প্রধানশিক্ষকের বাসভবন রয়েছে।

স্কুল ক্যাম্পাস এর বিস্তৃত চিত্র

ব্যবস্থাপনা

শিক্ষকবৃন্দ

কৃতিত্ব

কৃতি শিক্ষার্থী

তথ্যসূত্র

  1. "ভর্তি ও ফলাফল তথ্য, রাজশাহী"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২০১৭-০২-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৪-১৮
  2. http://www.rglhs.uuuq.com/index.html
  3. "রাজশাহী বোর্ডের সেরা ২০"দৈনিক ইত্তেফাক। ঢাকা, বাংলাদেশ: ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ। ১৩ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ২০১৬-০৪-১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.