গণ যোগাযোগ

গণ যোগাযোগ (ইংরেজিতেঃ Mass communication) পাঠ্য বিষয়ে মূলতঃ গণমাধ্যমের উপর বিস্তারিতভাবে পাঠ করা হয়। সাধারণত বিশ্ববিদ্যালয়গুলোতে সাংবাদিকতা অনুষদের অন্তর্ভুক্ত বিষয় হিসেবে পঠিত হয়ে থাকে।

সাধারণভাবে গণমাধ্যম পরিবেশিত বার্তা বা সংবাদ পরিচিত বা অপরিচিত অসংখ্য জনগণের মাঝে যে যোগাযোগ ঘটায় তাই গণযোগাযোগ।

সাধারণত গণ যোগাযোগ বলতে কোন গণ যোগাযোগ উৎস দ্বারা মানুষের কাছে কোন প্রকার বার্তা পৌঁছানোকে বোঝায়। বর্তমান বিশ্বে প্রযু্ক্তির ব্যাপক উন্নতি হওয়ায় গণ যোগাযোগ ব্যপকভাবে বিস্তার লাভ করেছে।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.