গঞ্জাম

গঞ্জাম (ইংরেজি: Ganjam) ভারতের ওড়িশা রাজ্যের গঞ্জাম জেলার একটি শহর।

গঞ্জাম
Ganjam

ଗଞ।ମ
Town
গঞ্জাম
Ganjam
Location of Ganjam in Odisha, India
স্থানাঙ্ক: ১৯.৩৮° উত্তর ৮৫.০৭° পূর্ব / 19.38; 85.07
Country India
Stateওড়িশা
জেলাGanjam
নামকরণের কারণGanjam Fort
সরকার
  শাসকGovernment of Odisha
উচ্চতা মিটার (১০ ফুট)
জনসংখ্যা (২০১১)
  মোট১১,৭৪৭
Languages
  OfficialOriya
সময় অঞ্চলIST (ইউটিসি+5:30)
ওয়েবসাইটganjam.nic.in

ভৌগোলিক উপাত্ত

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ১৯.৩৮° উত্তর ৮৫.০৭° পূর্ব / 19.38; 85.07[1] সমূদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৩ মিটার (৯ ফুট)।

জনসংখ্যার উপাত্ত

ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে গঞ্জাম শহরের জনসংখ্যা হল ১১,৩১২ জন।[2] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।

এখানে সাক্ষরতার হার ৭৪%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৫% এবং নারীদের মধ্যে এই হার ৬৩%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে গঞ্জাম এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১১% হল ৬ বছর বা তার কম বয়সী।

তথ্যসূত্র

  1. "Ganjam"Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০০৭
  2. "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০০৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.