খুরশীদ জাহান হক

খুরশীদ জাহান হক (১১ আগস্ট, ১৯৩৯ - ১৪ জুন, ২০০৬[1]; চকলেট আপা নামেও পরিচিত) হচ্ছেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন। সাবেক পেট্রোবাংলার চেয়ারম্যান মোজাম্মেল হক তার স্বামী।

খুরশীদ জাহান হক
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
মন্ত্রী
কাজের মেয়াদ
১০ অক্টোবর ২০০১  ১৪ জুন ২০০৬
প্রধানমন্ত্রীখালেদা জিয়া
পূর্বসূরীজিন্নাতুন্নেসসা তালুকদার
উত্তরসূরীশিরিন শারমিন চৌধুরী
দিনাজপুর-৩ সংসদ সদস্য
কাজের মেয়াদ
২৩ জুন ১৯৯৬  ১৫ জুলাই ২০০১
পূর্বসূরীএম. আব্দুর রাহিম
উত্তরসূরীস্ব ভূমিকা
কাজের মেয়াদ
১০ অক্টোবর ২০০১  ২৮ অক্টোবর ২০০৬
প্রধানমন্ত্রীখালেদা জিয়া
পূর্বসূরীস্ব ভূমিকা
উত্তরসূরীইকবালুর রহমান
সংরক্ষিত মহিলা আসন-১ সংসদ সদস্য
কাজের মেয়াদ
২০ মার্চ ১৯৯১  ৩০ মার্চ ১৯৯৬
প্রধানমন্ত্রীখালেদা জিয়া
উত্তরসূরীশ্রীমতী ভারতী নন্দী (সরকার)
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৩৯-০৮-১১)১১ আগস্ট ১৯৩৯
বালাবুরি, দিনাজপুর বিভাগ, বাংলা আধিরাজ্য, ব্রিটিশ ভারত
মৃত্যু১৪ জুন ২০০৬(2006-06-14) (বয়স ৬৬)
ঢাকা, বাংলাদেশ
নাগরিকত্বব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
আত্মীয়স্বজনখালেদা জিয়া (বোন)
তারেক রহমান (ভাগ্নে)
আরাফাত রহমান (ভাগ্নে)
সায়্যিদ ইস্কান্দার (ভাই)
শামিম ইস্কান্দার (ভাই)
জিয়াউর রহমান (বোন জামাই)
প্রাক্তন শিক্ষার্থীকুমুদিনী সরকারি মহিলা কলেজ
পেশারাজনীতিবিদ

রাজনৈতিক জীবন

১৯৫৬ সালে কুদুমিনি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (১৯৫৬-৫৭) নির্বাচিত হন। তিনি জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য হন ১৯৯১ সালে। ১৯৯৬ সালে দিনাজপুর-৩ আসনের এম পি নির্বাচিত হন এবং ২০০১ সালে এম পি নির্বাচিত হলে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী হন। ১৪ জানুয়ারী, ২০০৬ সালে মৃত্যু বরণ করলে তার রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটে। মৃত্যুর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভাইস- চেয়ারম্যান ছিলেন। [2]

তথ্যসূত্র

  1. "Khurshid Jahan dies at CMH, 3rd Lead | Bangladesh | bdnews24.com"archive.is। ২০১৩-০৭-১২। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১৭
  2. http://210.4.69.2/details.php?id=36307&cid=2%5B%5D
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.