খুরশীদ জাহান হক
খুরশীদ জাহান হক (১১ আগস্ট, ১৯৩৯ - ১৪ জুন, ২০০৬[1]; চকলেট আপা নামেও পরিচিত) হচ্ছেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন। সাবেক পেট্রোবাংলার চেয়ারম্যান মোজাম্মেল হক তার স্বামী।
খুরশীদ জাহান হক | |
---|---|
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী | |
কাজের মেয়াদ ১০ অক্টোবর ২০০১ – ১৪ জুন ২০০৬ | |
প্রধানমন্ত্রী | খালেদা জিয়া |
পূর্বসূরী | জিন্নাতুন্নেসসা তালুকদার |
উত্তরসূরী | শিরিন শারমিন চৌধুরী |
দিনাজপুর-৩ সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২৩ জুন ১৯৯৬ – ১৫ জুলাই ২০০১ | |
পূর্বসূরী | এম. আব্দুর রাহিম |
উত্তরসূরী | স্ব ভূমিকা |
কাজের মেয়াদ ১০ অক্টোবর ২০০১ – ২৮ অক্টোবর ২০০৬ | |
প্রধানমন্ত্রী | খালেদা জিয়া |
পূর্বসূরী | স্ব ভূমিকা |
উত্তরসূরী | ইকবালুর রহমান |
সংরক্ষিত মহিলা আসন-১ সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২০ মার্চ ১৯৯১ – ৩০ মার্চ ১৯৯৬ | |
প্রধানমন্ত্রী | খালেদা জিয়া |
উত্তরসূরী | শ্রীমতী ভারতী নন্দী (সরকার) |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | বালাবুরি, দিনাজপুর বিভাগ, বাংলা আধিরাজ্য, ব্রিটিশ ভারত | ১১ আগস্ট ১৯৩৯
মৃত্যু | ১৪ জুন ২০০৬ ৬৬) ঢাকা, বাংলাদেশ | (বয়স
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
আত্মীয়স্বজন | খালেদা জিয়া (বোন) তারেক রহমান (ভাগ্নে) আরাফাত রহমান (ভাগ্নে) সায়্যিদ ইস্কান্দার (ভাই) শামিম ইস্কান্দার (ভাই) জিয়াউর রহমান (বোন জামাই) |
প্রাক্তন শিক্ষার্থী | কুমুদিনী সরকারি মহিলা কলেজ |
পেশা | রাজনীতিবিদ |
রাজনৈতিক জীবন
১৯৫৬ সালে কুদুমিনি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (১৯৫৬-৫৭) নির্বাচিত হন। তিনি জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য হন ১৯৯১ সালে। ১৯৯৬ সালে দিনাজপুর-৩ আসনের এম পি নির্বাচিত হন এবং ২০০১ সালে এম পি নির্বাচিত হলে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী হন। ১৪ জানুয়ারী, ২০০৬ সালে মৃত্যু বরণ করলে তার রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটে। মৃত্যুর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভাইস- চেয়ারম্যান ছিলেন। [2]
তথ্যসূত্র
- "Khurshid Jahan dies at CMH, 3rd Lead | Bangladesh | bdnews24.com"। archive.is। ২০১৩-০৭-১২। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১৭।
- http://210.4.69.2/details.php?id=36307&cid=2%5B%5D
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.