খালেদা একরাম

অধ্যাপক খালেদা একরাম (জন্ম: ৬ আগস্ট, ১৯৫০; মৃত্যু: ২৪ মে, ২০১৬) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য[1] অধ্যাপক খালেদা একরাম বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পাওয়া দ্বিতীয় নারী উপাচার্য আর বুয়েটে প্রথম।[2]

খালেদা একরাম
জন্ম(১৯৫০-০৮-০৬)৬ আগস্ট ১৯৫০
মৃত্যু২৪ মে ২০১৬(2016-05-24) (বয়স ৬৫)
জাতীয়তাবাংলাদেশী
যেখানের শিক্ষার্থীবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
পেশাস্থপতি
পরিচিতির কারণবুয়েটের প্রথম নারী উপাচার্য

প্রাথমিক জীবন

১৯৫০ সালের ৬ অগাস্ট ঢাকায় জন্ম নেওয়া খালেদা ইকরামের বাড়ি বগুড়ায়। তবে তার জন্ম ঢাকায়। ঢাকাতেই বড় হয়েছেন তিনি।[3] ১৯৭৪ সালে বুয়েট থেকে স্থাপত্যে ডিগ্রি নেওয়ার পর ১৯৮০ সালে ইউনিভার্সিটি অব হাওয়াই থেকে নগর পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন।

কর্মজীবন

অধ্যাপক খালেদা একরাম বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ছিলেন। ৪০ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা করেছেন তিনি। ২০১৪ সালের সেপ্টেম্বরে চার বছরের জন্য বুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান খালেদা একরাম।[4]

মৃত্যু

মে মাসের মাঝামাঝি সময়ে চিকিৎসার জন্য খালেদা একরামকে ব্যাংককে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ২৪ মে ২০১৬ সোমবার দিবাগত রাতে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন খালেদা একরাম। তার বয়স হয়েছিল ৬৫ বছর।[5]

তথ্যসূত্র

  1. "বুয়েটের প্রথম নারী ভিসি খালেদা একরাম"। ২৪ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৬
  2. "বুয়েট উপাচার্য খালেদা একরাম আর নেই"bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৬
  3. "বুয়েট উপাচার্য খালেদা একরাম আর নেই"প্রথম আলো। ২৪ মে ২০১৬। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৬
  4. "মারা গেলেন বুয়েট উপাচার্য অধ্যাপক খালেদা একরাম - জাতীয় - The Daily Ittefaq"। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৬
  5. "বুয়েটের প্রথম নারী উপাচার্য অধ্যাপক খালেদা একরাম আর নেই"একুশে টেলিভিশন। ২৭ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৬

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.