ক্লায়েন্ট (কম্পিউটিং)
ক্লায়েন্ট (ইংরেজি: Client) হলো এক খণ্ড কম্পিউটার হার্ডওয়্যার বা সফটওয়্যার যেটি একটি সেবায় প্রবেশ করে যা সার্ভার দ্বারা প্রদত্ত। সার্ভারটি প্রায় (সবসময় নয়) অন্য একটি কম্পিউটার ব্যবস্থায় থাকে, যে ক্ষেত্রে ক্লায়েন্ট সেবায় নেটওয়ার্কের একটি উপায়ে প্রবেশ করে। [1] এ শব্দটি ক্লায়েন্ট-সার্ভার মডেলে প্রোগ্রাম বা যন্ত্রগুলো যে চরিত্রে কাজ করে তা বোঝাতে ব্যবহৃত হয়।

একটি কম্পিউটার নেটওয়ার্ক চিত্র যেখানে ক্লায়েন্ট কম্পিউটারসমূহ সার্ভার কম্পিউটারের সাথে ইন্টারনেটের সাহায্যে যোগাযোগ করছে।
তথ্যসূত্র
- Sadoski, Darleen. Client/Server Software Architectures – An Overview, Software Technology Roadmap, 1997-08-02. Retrieved on 2008-09-16.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.