ক্রিস্তিয়ান পাভোন

ক্রিস্তিয়ান পাভোন (জন্ম: ২১ জানুয়ারি ১৯৯৬) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবলার, যিনি আর্জেন্টিনীয় ক্লাব বোকা জুনিয়র্স এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি স্ট্রাইকার এবং উইঙ্গার উভয় স্থানেই খেলতে সক্ষম।

ক্রিস্তিয়ান পাভোন
২০১৭ সালে ক্রিস্তিয়ান পাভোন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ক্রিস্তিয়ান পাভোন
জন্ম (1996-01-21) ২১ জানুয়ারি ১৯৯৬
জন্ম স্থান কর্দোবা, আর্জেন্টিনা
উচ্চতা ১.৬৭ মিটার (৫ ফুট   ইঞ্চি)[1]
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব বোকা জুনিয়র্স
জার্সি নম্বর
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০০৪–২০১৩ তালেরেস দে কর্দোবা
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১৩–২০১৪ তালেরেস দে কর্দোবা ১৯ (৪)
২০১৪– বোকা জুনিয়র্স ৬৫ (১৭)
২০১৪কোলন (্ধার) ২০ (৫)
জাতীয় দল
২০১৩ আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ (০)
২০১৫ আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ (০)
২০১৬ আর্জেন্টিনা অলিম্পিক (০)
২০১৭– আর্জেন্টিনা (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ৯ মে ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।
† উপস্থিতি(গোল সংখ্যা)।

আন্তর্জাতিক ক্যারিয়ার

আন্তর্জাতিক পর্যায়ে, তিনি ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেছেন। ২০১৭ সালে, রাশিয়া এবং নাইজেরিয়ার বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনা দলের একজন সদস্য ছিলেন তিনি। তিনি রাশিয়ার বিরুদ্ধে চিত্তাকর্ষক খেলা প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অভিষেক করেন। তিনি উক্ত ম্যাচের একমাত্র গোলে সহায়তা করেছিলেন। তার দ্বিতীয় ম্যাচে নাইজেরিয়ার বিরুদ্ধে ৪–২ গোলে আর্জেন্টিনা হেরে যায়; এই ম্যাচেও তিনি একটি সহায়তা করেছিলেন।

২০১৮ সালের মে মাসে, রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা দলে তিনি স্থান পান।[2]

সম্মাননা

বোকা জুনিয়র্স
  • আর্জেন্টাইন প্রিমেরা দিভিসিওন: ২০১৬–১৭, ২০১৭–১৮

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:Boca Juniors squad টেমপ্লেট:Argentina men's football squad 2016 Summer Olympics

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.