ক্রিস্টোফার মার্কাস ও স্টিফেন ম্যাকফিলি

ক্রিস্টোফার মার্কাসস্টিফেন ম্যাকফিলি হলো মার্কিন চিত্রনাট্যকার এবং প্রযোজকের একটি দ্বৈত দল। তারা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে তাদের কাজের জন্য পরিচিত। তারা তিনটি ক্যাপ্টেন আমেরিকার চলচ্চিত্র (দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার, দ্য উইন্টার সোলজার এবং ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার), থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড, অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার এবং এবিসি-এর টিভি ধারাবাহিক এজেন্ট কার্টার সৃষ্টি করেন। তারা দ্য ক্রোনিকালস অব নার্নিয়া চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজিরও চিত্রনাট্যকার।[1]

ক্রিস্টোফার মার্কাস
২০১৮-এ মার্কাস
জন্ম (1970-01-02) ২ জানুয়ারি ১৯৭০
বাফেলো, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
যেখানের শিক্ষার্থীরাটজার্স ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ডেভিস
পেশাচিত্রনাট্যকার, প্রযোজক
কার্যকাল২০০৪–বর্তমান
দাম্পত্য সঙ্গীক্লেয়ার সাউন্ডারস (বি. ২০১২)
স্টিফেন ম্যাকফিলি
২০১৮-এ ম্যাকফিলি
জন্ম (1969-11-12) ১২ নভেম্বর ১৯৬৯
কোন্ট্রা কোস্তা কাউন্টি, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
যেখানের শিক্ষার্থীইউনিভার্সিটি অব নোত্র দাম
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ডেভিস
পেশাচিত্রনাট্যকার, প্রযোজক
কার্যকাল২০০৪–বর্তমান

তথ্যসূত্র

  1. Hunt, James (আগস্ট ১৪, ২০১৪)। "Christopher Markus interview: writing Captain America 2 and 3" (ইংরেজি ভাষায়)। Den of Geek। সংগ্রহের তারিখ জানুয়ারি ৪, ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.