ক্রিস হিউজ

ক্রিস্টোফার হিউজেস (জন্মঃ (১৯৮৩-১১-২৬)২৬ নভেম্বর ১৯৮৩)[2] তিনি একজন আমেরিকান উদ‍্যোক্তা, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কলীন সময়ে তিনি অনলাইন সোশ্যাল ডাইরেক্টরি এবং নেটওয়ার্কিং সাইট ফেসবুক এর মুখপাত্র হিসেবে সহযোগিতা ও সেবা প্রদান করেন। তার সহকর্মীরা হচ্ছেন মার্ক জাকারবার্গ, ডাস্টিন মস্কোভিটজ, এডুয়ার্ডো স্যাভেরিন, and এন্ড্রু ম্যাককলাম.

ক্রিস হিউজেস
জন্ম
ক্রিস্টোফার হিউজেস

(1983-11-26) ২৬ নভেম্বর ১৯৮৩
হিকোড়ি, উওর ক‍্যারোলিনা, যুক্তরাষ্ট্র
যেখানের শিক্ষার্থীহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
পেশাউদ‍্যোক্তা
পরিচিতির কারণসহ-প্রতিষ্ঠাতা ফেসবুক
বার্ষিক সম্পত্তিইউ.এস$ ৪৫০ মিলিয়ন[1] (২০১৭)
রাজনৈতিক দলডেমোক্রেটিক
দাম্পত্য সঙ্গীসান এলড্রিজ বি. ৩০ই জুন, ২০১২

তিনি ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত দ্য নিউ রিপাবলিক এর প্রকাশক এবং সম্পাদক-প্রধান ছিলেন। হিউজেস এখন অর্থনৈতিক নিরাপত্তা প্রকল্পর সহ-চেয়ারম্যান। ২০১৮ সালে, হিউজেস ফেয়ার শট: রিথিংকিং ইনাইম্যালিটি অ্যান্ড হাউ ওয়ি র্আন প্রকাশ করেছে।[3]

তথ্য সূত্র

  1. John McQuaid। "Chris Hughes"Forbes
  2. "Chris Hughes profile"CrunchBase
  3. "Book review"। Kirkus Reviews। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.