ক্যাসিয়াস চ্যাপিন কাটলার

ক্যাসিয়াস চ্যাপিন কাটলার একজন মার্কিন তড়িৎ প্রকৌশলী।

ক্যাসিয়াস চ্যাপিন কাটলার
জন্মডিসেম্বর ১৬, ১৯১৪
স্প্রিংফিল্ড, ম্যাসাচুসেটস
মৃত্যু১ ডিসেম্বর ২০০২(2002-12-01) (বয়স ৮৭)
নর্থ রিডিং, ম্যাসাচুসেটস
কর্মক্ষেত্রতড়িৎ প্রকৌশল
প্রতিষ্ঠানস্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
প্রাক্তন ছাত্রওরসেস্টার পলিটেকনিক ইন্সটিটিউট
উল্লেখযোগ্য
পুরস্কার
আইইইই এডিসন মেডেল (১৯৮১)

জীবনী

কাটলার ওরসেস্টার পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ১৯৩৭ সালে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫২ সালে বেল ল্যাবসের ইলেক্ট্রনিক্স রিসার্চ ডিপার্টমেন্টের প্রধান নিযুক্ত হন। ১৯৫৯ সালে ইলেক্ট্রনিক্স অ্যান্ড রেডিও রিসার্চ ল্যাবরেটরীর সহকারী পরিচালক, ১৯৬৩ সালে ইলেক্ট্রনিক সিস্টেম রিসার্চের পরিচালক এবং ১৯৭৩ সালে ইলেক্ট্রনিক অ্যান্ড কম্পিউটার সিস্টেম রিসার্চের পরিচালক নিযুক্ত হন। তিনি ১৯৭৯ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এর ফলিত পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে যোগদান করেন। তার ৮০টির অধিক প্যাটেন্ট রয়েছে। [1][2][3][4]

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.