কোয়ান্টাম জট

কোয়ান্টাম জট (ইংরেজি: Quantum entanglement হলো একটি ভৌত ঘটনা যা ঘটে যখন দুটি কণা বা কণাগুচ্ছ এমন ভাবে উৎপন্ন হয় বা পরস্পরের সঙ্গে আন্তক্রিয়া করে, যাতে কোন একটি কনার কোয়ান্টাম অবস্থা অন্য কনাগুলির সাপেক্ষে নিরপেক্ষ ভাবে ব্যাখ্যা করা যায় না, তার বদলে সম্পূর্ণ সংস্থাটির কোয়ান্টাম অবস্থা একত্রে ব্যাখা করতে হয়। কণা গুলি পরস্পরের থেকে বৃহৎ দূরত্বে অবস্থান করলেও এই অবস্থা বজায় থাকে। এন্টাঙ্গেলড কণা সমূহের অবস্থান, ভরবেগ, ঘূর্ণন (স্পিন), মেরুকরণ (পোলারাইজেশন) ইত্যাদি ভৌত অবস্থাগুলির পরিমাপ করলে তাদেরকে একে অপরের সাথে সম্পর্কিত পাওয়া যায়। উদাহরণস্বরূপ কোনো একটি প্রক্রিয়ায় যদি দুটি কণা এমনভাবে উৎপন্ন হয় যে তাদের মোট ঘূর্ণন বা স্পিন শূন্য হয়, তবে একটি কণার স্পিন যদি কোন অক্ষ সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে পাওয়া যায়, তবে অন্য কণাটির স্পিন সেই অক্ষ সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীতে হবেই।

স্বতঃস্ফূর্ত প্যারামেট্রিক ডাউন-কনভার্সন পদ্ধতিতে ফোটন গুচ্ছ কে পারস্পরিক লম্বভাবে সমাবর্তিত টাইপ-২ ফোটন যুগ্মে বিভাজিত করা যায়।.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.