কোবি ব্রায়ান্ট

কোবি ব্রায়ান্ট (জন্ম আগস্ট ২৩, ১৯৭৮) একজন প্রখ্যাত মার্কিন বাস্কেটবল খেলোয়াড়।[1] তিনি ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন (এনবিএ) এর লস অ্যাঞ্জেলেস লেকার্স দলের হয়ে ১৯৯৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা ২০ বছর খেলেছেন। তিনি স্কুলে থাকাকালীন এনবিএতে যোগ দেন এবং তার খেলোয়াড়ি জীবনে লেকার্সের হয়ে পাঁচবার এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেন।

কোবি ব্রায়ান্ট
কোবি ব্রায়ান্ট
লস অ্যাঞ্জেলেস লেকার্স
ব্যক্তিগত তথ্য
জন্ম (1978-08-23) ২৩ আগস্ট ১৯৭৮
ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া
জাতীয়তামার্কিন
তালিকাভুক্ত উচ্চতা ফু ৬ ইঞ্চি (১.৯৮ মি)
তালিকাভুক্ত ওজন২১২ পা (৯৬ কেজি)
কর্মজীবন তথ্য
এমবিএ ড্রাফট১৯৯৬ / Round: ১ / Pick: ১৩
Selected by the শার্লট হর্নেটস
প্রো প্লেয়িং কর্মজীবন১৯৯৬–২০১৬
অবস্থানশুটিং গার্ড
সংখ্যা৮, ২৪
কর্মজীবন ইতিহাস
১৯৯৬–২০১৫লস অ্যাঞ্জেলেস লেকার্স

প্রাথমিক জীবন

ব্রায়ান্ট ১৯৭৮ সালের ২৩ আগস্ট ফিলাডেলফিয়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা জো ব্রায়ান্ট ছিলেন সাবেক এনবিএ খেলোয়াড় এবং মাতা পামেলা কক্স ব্রায়ান্ট। তিনি বাস্কেটবল খেলোয়াড় জন "চুবি" কক্সের ভাগ্নে। তার পিতামাতা তার নাম রাখেন কোবি মাংসের নামানুসারে, যা তারা জাপানে একটি রেস্তোরার মেন্যু হিসেবে দেখেছিলেন। তার নামের মধ্যাংশ বিন তার পিতার ডাকনাম "জেলিবিন" থেকে নেওয়া। ব্রায়ান্ট একজন রোমান ক্যাথলিক।[2] তার বয়স যখন ছয় তখন তার পিতা এনবিএ ছেড়ে পেশাদার বাস্কেটবল খেলতে পরিবার নিয়ে ইতালির রিয়েতিতে চলে যান। ব্রায়ান্ট নতুন জীবনে খাপ খাইয়ে নেয় এবং ইতালীয় ভাষা শিখেন।[3] গ্রীষ্মকালে সে বাস্কেটবল গ্রীষ্মকালীন লিগ খেলতে যুক্তরাষ্ট্রে চলে আসত।

তথ্যসূত্র

  1. "Kobe Bryant opens $100 million venture capital tech fund with Jeff Stibel"। সিবিএস স্পোর্টস।
  2. Kaplowitz, Aaron (২৪ মার্চ ২০০৬)। "KOBE BRYANT: I WOULDN'T MIND BEING JEWISH"জেরুজালেম পোস্ট। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭
  3. Winters, Serena (৪ সেপ্টেম্বর ২০১৫)। "VIDEO: Kobe Bryant Speaks Fluent Italian At Charity Event"জেরুজালেম পোস্ট। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.