কেশব সেন
কেশব সেন ছিলেন সেন রাজবংশের শেষ রাজা, যিনি ১২২৫ - ১২৩০ পর্যন্ত তিনি সেন রাজবংশের রাজত্ব করেন। লক্ষ্মণ সেনের মৃত্যুর পর তার প্রথম পুত্র বিশ্বরুপ সেন (১২০৬ - ১২২৫) রাজা হন।[1] বিশ্বরুপ সেনের পর রাজা হন কেশব সেন। বিশ্বরূপের শাসনামলেই কেশব সেন বিক্রমপুর শাসন করেন।[2]
তথ্যসূত্র
- /বাংলা সাহিত্যের ইতিহাস, খণ্ড- ১/ অধ্যাপক আনিসুজ্জামান। মিনহাজ-ই-সিরাজ: তবকাত-ই-নাসিরী (অনুবাদক: আবুল কালাম মোঃ যাকারিয়া)।বাংলাদেশের ইতিহাস/রমেশচন্দ্র মজুমদার।ভারতের ইতিহাস । অতুলচন্দ্র রায়, প্রণবকুমার চট্টোপাধ্যায়।
- ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে/ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.