কেপলার-পৈসো বহুতলক

জ্যামিতিতে কেপলার-পৈসো বহুতলক বলতে চারটি সুষম তারকা বহুতলকের যেকোনটিকে বোঝায়। এদেরকে কেপলারের ঘনবস্তু নামেও ডাকা হয়। এদের নাম রাখা হয়েছে জার্মান জ্যোতির্বিদ ইয়োহানেস কেপলার এবং ফরাসি গণিতবিদ ও পদার্থবিদ লুই পোয়সো-এর (Louis Poinsot) নামানুসারে।

বহুতলকসমূহ

চারটি কেপলার-পোয়সো বহুতলকের ছবি উপরে দেয়া হয়েছে। প্রতিটিকে তার শ্ল্যাফলি প্রতীক দিয়ে চিহ্নিত করা হয়েছে।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.