কেতো

গ্রিক পুরাণে, কেতো ছিল পোন্তুস ও ধরিত্রীমাতা গেইয়ার সন্তান। তার ভাই ফোর্কিস ছিল তার স্বামী। তাদের সন্তানেরা হল — তিনজন গর্গন (মেদুসা, এউরিয়ালে ও স্থেন্নো), তিনজন গ্রাইয়া (দেইনো, এনিও ও পেম্ফ্রেদো), একিদ্নালাদোন (একে দ্রাকো হেস্পেরিদুম অর্থাৎ হেস্পেরীয় ড্রাগন ও বলা হয়)।

প্রাচীন করিন্থের ফুলদানীতে পার্সিউস, অ্যান্ড্রোমিডা, এবং কেতো।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.