কেজিএফ: চ্যাপটার ওয়ান

কে.জি.এফ: চ্যাপ্টার ওয়ান হল ২০১৮ সালে প্রশান্ত নীল দ্বারা লিখিত ও পরিচালিত এবং বিজয়ী কিরাগাঁদুরের হম্বালের ফিল্মস বেনারে অধীনে তৈরি ভারতীয় কন্নড়-ভাষার পর্যায়কালের অ্যাকশন ধর্মী চলচ্চিত্র।[4][5] এটি দুই ভাগে বিভক্ত চলচ্চিত্র ধারাবাহীকের প্রথম পর্ব। প্রথম পর্বকে অনুসরণ করে কেজিএফ: চ্যাপ্টার টু নির্মিত হবে। ছবিটি কৃষ্ণপ্পা বেয়ার "রকি"কে নিয়ে গঠিত। সে দারিদ্র্যের মধ্যে জন্মগ্রহণ করেছিল এবং ১৯৬০-এর দশকে বোম্বে (বর্তমানে মুম্বাই) এসেছিল তার মৃত মায়ের কথা অনুযায়ী ক্ষমতা এবং সম্পদের অধীকারী হতে। সেখানে সোনার মাফিয়ার সাথে জড়িত হয়ে পড়ে এর পর সে কলার গোল্ড ফিল্ডের অত্যাচারী উত্তরাধিকারী গরুড়া'কে হত্যা করার জন্য নিযুক্ত হয়। "রকি" হিসাবে যশ এবং গরুড়া হিসাবে রামচন্দ্র রাজু অভিনয় করেন। অনন্ত নাগ চলচ্চিত্র বর্ণনা পাশাপাশি শ্রীনদি শেঠি, ভাসিষত এন সিমা, আয়্যাপ্পা পি শর্মা ও হরিশ রায়ের সঙ্গে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন।

কেজিএফ: চ্যাপ্টার ওয়ান
সিনেমা হলে মুক্তির পোস্টার
পরিচালকপ্রশান্ত নীল
প্রযোজকবিজয় কিরগান্ডুর
রচয়িতাসংলাপ:
  • প্রশান্ত নীল
  • চন্দ্রমৌলি এম।
  • বিনয় শিবাঙ্গী
চিত্রনাট্যকারপ্রশান্ত নীল
কাহিনীকারপ্রশান্ত নীল
শ্রেষ্ঠাংশে
বর্ণনাকারীআনন্ত নাগ
সুরকাররাবি বাসরুর
তানিস্ক বাগচী
চিত্রগ্রাহকভূবন গৌড়
সম্পাদকশ্রীকান্ত
প্রযোজনা
কোম্পানি
হম্বাল ফিল্ম
পরিবেশক
  • কন্নড়:
  • কেআরজি স্টুডিওস
  • হিন্দি:
  • এক্সেল বিনোদন এবং এএ ফিল্মস
  • তামিল:
  • বিশাল ফিল্ম ফ্যাক্টরি
  • তেলেগু:
  • ওয়ারাহী চলনা চিত্র্র
  • মালায়ালম:
  • গ্লোবাল ইউনাইটেড মিডিয়া
মুক্তি
  • ২০ ডিসেম্বর ২০১৮ (2018-12-20) (যুক্তরাষ্ট্র, কানাডা)
  • ২১ ডিসেম্বর ২০১৮ (2018-12-21) (ভারত)
দৈর্ঘ্য১৫৫ মিনিট[1]
দেশভারত
ভাষাকন্নড়
নির্মাণব্যয়৫০ কোটি[2]
আয়প্রা. ২৫০ কোটি[3]

অভিনয়ে

২য় পর্ব

প্রথম পর্বকে অনুসরণ করে কেজিএফ: চ্যাপ্টার টু নির্মিত হবে।

তথ্যসূত্র

  1. Nathan, Archana (২১ ডিসেম্বর ২০১৮)। "'KGF' film review: Lots of style and not enough substance"Scroll.in। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮
  2. "KGF was produced on a reported budget of ₹50 crore"hindustantimes (english ভাষায়)। ২৫ ডিসেম্বর ২০১৮।
  3. https://www.republicworld.com/amp/entertainment-news/others/kgf-box-office-yash-starrer-becomes-highest-grossing-kannada-film-crosses-rs-100-crore-mark.html%3fv=5.8.21%5B%5D
  4. "The story of KGF is fresh and special for Indian cinema: Yash"The New Indian Express
  5. "Kannada star Yash optimistic about upcoming action-period drama 'KGF'"Devdiscourse। ১১ সেপ্টেম্বর ২০১৮। ৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.