কুরুক্ষেত্র
কুরুক্ষেত্র একটি জায়গার নাম যেটা ঐতিহাসিক এবং ধার্মিক দিক থেকে গুরুত্বপূর্ণ। ইতিহাস অনুযায়ী এটি পাঞ্জাবের একটি জায়গা হলেও বর্তমানে জায়গাটি ভারতবর্ষের হরিয়ানা রাজ্যে অবস্থিত। মহাভারতের বর্ণনা অনুযায়ী, পান্ডব-কৌরবদের পূর্বপুরুষ রাজা কুরু এই জায়গাটির পত্তন করেন। এই জায়গাতেই মহাভারতের ধর্মযুদ্ধ হয়েছিল। ভাগবত গীতায় বলা হয়েছিল এই কুরুক্ষেত্রতেই[1]। থানেসার বা স্থানেশ্বর শহরটি এই কুরুক্ষেত্রের কাছেই অবস্থিত। এখানে একটি শিব মন্দির রয়েছে, যেটিকে এই এলাকার প্রাচীনতম মন্দির বলে মনে করা হয়। এই জায়গাটি থেকে কয়েক কিলোমিটার দুরে অবস্থিত আমিন নামের এক কেল্লাকে মহাভারত-এর অভিমন্যু-র কেল্লা বলে অবিহিত করা হয়।
কুরুক্ষেত্র | |
---|---|
শহর | |
![]() Bronze Chariot with Lord Krishna and Arjuna in Kurukshetra. | |
![]() ![]() কুরুক্ষেত্র ![]() ![]() কুরুক্ষেত্র | |
স্থানাঙ্ক: ২৯.৯৬৫৭১৭° উত্তর ৭৬.৮৩৭০০৬° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | হরিয়াণা |
জেলা | কুরুক্ষেত্র |
আয়তন | |
• মোট | ১৫৩০ কিমি২ (৫৯০ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৯,৬৪,৬৫৫ |
• জনঘনত্ব | ৬৩০/কিমি২ (১৬০০/বর্গমাইল) |
ভাষা | |
• সরকারি | হিন্দি |
• সরকারি আরো | পাঞ্জাবী |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
পিন | 136118 |
টেলিফোন কোড | 911744 |
আইএসও ৩১৬৬ কোড | IN-HR |
যানবাহন নিবন্ধন | HR-07 |
ওয়েবসাইট | kurukshetra |
তথ্যসূত্র
- "History of Kurukhsetra"। ১১ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৩।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.