কুনিয়াত

কুনিয়াত (আরবি: كنية, উপনাম)[1] হল ব্যক্তি বাচক আরবি নাম। এটি মূলত মুরাক্কাবে ইযাফি (আরবি ব্যাকরণগত) দ্বারা গঠিত। কুনিয়াত কোন মানুষের আসল নাম নয়।

গঠন

এ নাম গঠনে অন্যতম শর্ত হল, নিচের যে কোন শব্দ নামের শুরুতে হওয়া।[2]

  • পিতৃ বাচক শব্দ
  • মাতৃ বাচক শব্দ
  • পুত্র বাচক
  • কন্যা বাচক
  • ভাতৃ বাচক
  • ভগ্নি বাচক
  • পিতৃব্য বাচক

সাধারণ ব্যবহার

  • খালিদ, কুনিয়াত হয় আবু ওয়ালীদ
  • ওয়ালীদ, কুনিয়াত হয় আবু খালিদ
  • আলি, কুনিয়াত হয় আবু
  • হুসাইন, কুনিয়াত হয় আবু আলি
  • মুহম্মদ, কুনিয়াত হয় আবু জসিম/কাসিম

তথ্যসূত্র

  1. Shahpurshah Hormasji Hodivala, Historical Studies in Mug̲h̲al Numismatics, Numismatic Society of India, 1976 (Reprint of the 1923 ed.).
  2. ﻛﺸﺎﻑ ﺍﺻﻄﻼﺣﺎﺕ ﺍﻟﻔﻨﻮﻥ (আরবি ভাষায়)।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.