কিশোর কণ্ঠ

নতুন কিশোর কণ্ঠ বাংলাদেশ থেকে বাংলা ভাষায় প্রকাশিত একটি কিশোর পত্রিকা। এটি শুধুমাত্র প্রকাশনা ছাড়াও কিশোরদের জন্য নানা রকম আয়োজন করে থাকে। [1]

নতুন কিশোর কণ্ঠ
সম্পাদকমোশারফ হোসেন খান
প্রকাশককিশোর কণ্ঠ ফাউন্ডেশন
প্রতিষ্ঠার বছর১৯৮৪
প্রথম প্রকাশ১৪ ফেব্রুয়ারি, ১৯৮৪
দেশ বাংলাদেশ
ওয়েবসাইটwww.kishorkanthabd.com

ইতিহাস

কিশোর কণ্ঠ ১৪ই ফেব্রুয়ারি ১৯৮৪ সালে প্রথম প্রকাশিত হয়। ২০০২ সালে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সরকারি নিবন্ধন লাভ করে। ২০০৪ সালে কিশোর কণ্ঠ মাসিক ম্যাগাজিন হিসাবে নিবন্ধন লাভ করে।[2]

বিভাগ সমূহ

কিশোর কণ্ঠে বিভিন্ন বিভাগে নিয়মিত লেখা প্রকাশিত হয় । এখানে কিশোরকন্ঠের কবি সাহিত্যিকরা ছাড়াও পাঠকদের পাঠানো লেখাও প্রকাশিত হয় |

নিয়মিত বিভাগগুলো হলো :

  • ছড়া-কবিতা,
  • সাহসী মানুষের গল্প,
  • বিশেষ রচনা,
  • ধারাবাহিক উপন্যাস,
  • ফিচার,
  • গল্প,
  • হাসির বাকসো,
  • ক্যারিয়ার গাইডলাইন ,
  • সায়েন্স ফিকশন
  • আইটি কর্ণার,
  • রংতুলি,
  • কুইজ
  • কার্টুন,
  • দেশ-মহাদেশ,
  • বিজ্ঞান ও বিশ্ব,
  • স্বাস্থ্য কথা ইত্যাদি।

কিশোরকন্ঠের কার্যক্রম

পাঠক ফোরাম

বিতর্ক প্রতিযোগীতা

সাংস্কৃতিক অনুষ্ঠান

মাসিক সভা

অন্যান্য কার্যক্রম

খেলাধুলা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

তথ্যসূত্র

  1. "কিশোরকণ্ঠ সাহিত্য পুরস্কার ২০১৮ ঘোষণা"The Daily Sangram। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৩
  2. "বাংলাদেশের শিশু কিশোরদের পত্রিকা"। ১৩ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.