কাশি
কাশি বা (ইংরেজি: Cough) হল এক প্রকার আকস্মিক প্রতিক্রিয়া বা রক্ষাকারী প্রক্রিয়া যা বিভিন্ন ধরনের ক্ষরন, বহিঃস্থ কোন বস্তু বা বিরক্তিকর-উত্তেজক বস্তু থেকে শ্বাসনালীকে রক্ষা করে। [1]
হুপিং কাশি(ঘুড়িং কাশি)
হুপিং কাশি একটি বিশেষ ধরনের সংক্রামক ব্যাধি৷ এখনও বাংলাদেশের অনেক শিশু এ রোগে আক্রান্ত হয়৷ইহা শ্বাস তন্ত্রের একটি সংক্রামক ব্যাধি৷
কারণ:
- বরডেটেলা পারটুসিস বা বরডেটেলা প্যারাপারটুসিস নামক জীবাণু দ্বারা এই রোগ হয়ে থাকে৷
- এই রোগটি খুবই ছোয়াচে৷ ছোট শিশুরাই সাধারণতঃ এ রোগে বেশি ভোগে৷
- ইহা সহজে প্রতিরোধ যোগ্য একটি অসুখ৷ডিপিটি টিকা দানের মাধ্যমে হুপিং কাশি রোগটি প্রতিরোধ করা সম্ভব৷
লক্ষণ:
- ঠান্ডা লাগার মতো এই রোগ জ্বর,নাক দিয়ে পানি পরা এবং কাশি দিয়ে শুরু হয়৷
- দুই সপ্তাহ পর বুকের ভিতর ঘড়ঘড়ানি শব্দ শুরু হয়৷
- রোগী একবারও শ্বাস না নিয়ে ঘনঘন একটানা কেশে যায়- যতক্ষণ না কাশির সঙ্গে এক দলা চটচটে শ্লেষা বেরিয়ে আসে আর একটা জোর ঘড়ঘড়ানির সঙ্গে রোগীর ফুসফুসে জোরে বাতাস ঢুকে যায়৷
- কাশির সময় বাতাসের (অক্সিজেনের) অভাবে রোগীর ঠোঁট ও নখ নীল হয়ে যেতে পারে৷
- ঘড়ঘড়ানির পর বমি হতে পারে৷
- কাশির মাঝখানের সময়টুকুতে শিশুকে বেশ সুস্থ দেখায়৷
- হুপিং কাশি ৩ মাস বা তারও বেশি দিন ধরে স্থায়ী হয়৷
১ বছরের কম বয়সের শিশুদের পক্ষে হুপিং কাশি বেশ বিপদজনক৷ছোট শিশুদের ক্ষেত্রে ঠিক ঘড়ঘড়ানি হয় না রসকারণে হুপিং কাশি চেনা খুব মুসকিল৷ পাড়ার কোন শিশুর হুপিং কাশি হয়ে থাকলে অন্য শিশুর দমকা কাশির সাথে চোখ দুটো ফোলা ফোলা লাগলে তক্ষনাৎ চিকিৎসকের পরামর্শ নিতে হবে৷
চিকিৎসা:
- রোগের লক্ষণ দেখা দিলেই রোগীকে চিকিৎসা করাতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে৷ তাছাড়া রোগ লক্ষণ বা উপসর্গ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে৷ যেমন-
- শ্বাস কষ্ট বা অক্সিজেনের অভাব হলে তাকে অক্সিজেন দিতে হবে৷
- পুষ্টিকর খাবার খেতে হবে৷ প্রোটিন, ভিটামিন, মিনারেল সমৃদ্ধ খাবার শিশুকে বেশি করে খাওয়াতে হবে৷
- চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাশি কমানোর ওষুধ দিতে হবে৷
- রোগীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং খোলামেলা ঘরে তাকে রাখতে হবে৷
জটিলতা:
- চোখের ভিতর রক্তক্ষরণ হতে পারে
- ফিট
- নিউমোনিয়া
- মেনিনজাইটিস৷
ঔষুধ সেবনের ক্ষেত্রে রেজিষ্টার চিকিৎসকের পরামর্শ নিন৷ [2]
তথ্যসূত্র
- http://www.emedicinehealth.com/coughs/article_em.htm
- যেখানে ডাক্তার নেই, ডেভিড ওয়ার্নার
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.