কালিমান্তান

কালিমান্তান হচ্ছে ইন্দোনেশিয়া অংশের বোর্নিও দ্বীপে অবস্থিত দ্বীপটি[1] এটি দ্বীপটির ৭৩% এলাকাজুড়ে বিস্তৃত। অ-ইন্দোনেশীয় যে অংশে দ্বীপটিতে পরেছে তার মধ্যে রয়েছে ব্রুনাই এবং পূর্ব মালয়েশিয়া

কালিমান্তান
অঞ্চল
দেশ  ইন্দোনেশিয়া
নগরসমূহ বালিকপাপান, বানজারবারু, বানজারমাসিন, বনটাং, পালাংকারায়া, পন্টিয়ানাক, সামারিন্ডা, সিংকাওয়াং, তারাকান, নুনুকান
সর্বোচ্চ বিন্দু বুকিত রায়া
 - অবস্থান শ্বানার পর্বত
 - উচ্চতা ২,২৭৮ মিটার (৭,৪৭৪ ফিট)
ক্ষেত্র ৫,৪৪,১৫০ বর্গকিলোমিটার (২,১০,০৯৭ বর্গমাইল)
জনসংখ্যা ১,৪৯,৪৪,৭৪২ (২০১৪)
ঘনত্ব ২৭ /km2 (৭০ /sq mi)
সময় অঞ্চল ইন্দোনেশীয় কেন্দ্রীয় সময়
ইন্দোনেশীয় পশ্চিমাঞ্চলীয় সময়
ISO 3166-2 আইডি-কেএ
লাইসেন্স ফলক ডিএ
কেবি
কেএইচ
কেটি
কেইউ
কালিমান্তান দ্বীপের মানচিত্র (হালকা রঙে) এবং এর প্রদেশসমূহ।

"কালিমান্তান" ইন্দোনেশীয় শব্দটি দ্বারা বোর্নিও দ্বীপের সমগ্র অংশকে নির্দেশ করে।[1]

বুৎপত্তি

কালিমান্তান নামটি, যা প্রায়শই ক্লেমান্তন হিসেবেও পড়া হয়, যেটি সংস্কৃত শব্দ কালামান্তাহা থেকে উদ্ভূত, যার অর্থ "জ্বলন্ত আবহাওয়ার দ্বীপ", বা খুব গরম তাপমাত্রার দ্বীপ, যা দ্বীপটির গরম এবং আদ্র ক্রান্তীয় জলবায়ুকে বর্ণনা করে। এটি দুটি শব্দ কাল (সময়, মৌসুম, পর্যায়কাল) এবং মন্থন (স্ফুটন, প্রজ্বলন) থেকে এসেছে। কলামন্থন শব্দটি কালামান্তন উচ্চারণে পড়া হয়, এভাবে স্থানীয় লোকেরা এটিকে ক্লেমান্তনে পরিণত করেছে।

এলাকা

ইন্দোনেশীয় অঞ্চলে দ্বীপটি ৭৩% পরেছে, ৬৯.৫% (২০১০-এর ইন্দোনেশিয়ার আদমশুমারি অনুযায়ী ১৩,৭৭৩,৫৪৩জন) জনসংখ্যা অনুসারে। বর্নিয় দ্বীপের অ-ইন্দোদেশীয় অংশটি ব্রুনাই (৪,০০,০০০) এবং পূর্ব মালয়েশিয়া (৫৬,২৫,০০০) নিয়ে গঠিত, যা পরবর্তীতে সাবাহ রাষ্ট্র, সারাওয়াক রাষ্ট্র এবং লাবুয়ান যুক্তরাষ্ট্রীয় অঞ্চল গঠন করে। ইন্দোনেশীয় এলাকায় এই অঞ্চলটিকে ইন্দোনেশীয় ব্রুনিয় নামেও ডাকা হয়।

কালিমান্তনের মোট এলাকা ৫,৪৪,১৫০ বর্গকিলোমিটার (২,১০,০৯৭ মা)[2]

প্রশাসন

ঐতিহাসিক জনসংখ্যা
বছরজন.±%
১৯৭১৫১,৫৪,৭৭৪    
১৯৮০৬৭,২৩,০৮৬+৩০.৪%
১৯৯০৯০,৯৯,৮৭৪+৩৫.৪%
১৯৯৫১,০৪,৭০,৮৪৩+১৫.১%
২০০০১,১৩,৩১,৫৫৮+৮.২%
২০০৫১,২৫,৪১,৫৫৪+১০.৭%
২০১০১,৪২,৯৭,০৬৯+১৪%
২০১৫১,৫৩,২০,০১৭+৭.২%
সূত্র:বিপিএস[3]

কালিমান্তান পাঁচটি প্রদেশে বিভক্ত। ২৫ অক্টোবর ২০১২ সাল পর্যন্ত কালিমান্তানে চারটি প্রদেশ ছিল, যখন পূর্ব কালিমান্তান ভেঙ্গে উত্তর কালিমান্তান হওয়ার আগ পর্যন্ত।

কালিমান্তানের প্রদেশসমূহ
প্রদেশ ক্ষেত্রফল (কিঃমিঃ2) জনসংখ্যা (২০০৫ অনুসারে) জনসংখ্যা (২০১০ অনুসারে) জনসংখ্যা (২০১৫ অনুসারে) জনসংখ্যা ঘনত্ব/kকিঃমিঃ2 প্রাদেশিক রাজধানী বৃহত্তম শহর
পশ্চিম কালিমান্তান
(কালিমান্তান বারাত)
১৪৭,৩০৭.০০৪,০৪২,৮১৭৪,৩৯৩,২৩৯৪,৭৮৩,২০৯৩২.৫পন্টিয়ানাকপন্টিয়ানাক
মধ্য কালিমান্তান
(কালিমান্তান তেঙ্গা)
১৫৩,৫৬৪.৫০১,৯১৩,০২৬২,২০২,৫৯৯২,৪৯০,১৭৮১৬.২পালাংকারায়াপালাংকারায়া
দক্ষিণ কালিমান্তান
(কালিমান্তান সেলাতান)
৩৮,৭৪৪.২৩৩,২৭১,৪১৩৩,৬২৬,১১৯৩,৯৮৪,৩১৫১০২.৮বানজারমাসিনবানজারমাসিন
পূর্ব কালিমান্তান
(কালিমান্তান তিমুর)
১২৯,০৬৭২,৮৪০,৮৭৪৩,৫৫০,৫৮৬৩,৪২২,৬৭৬*২৬.৫সামারিন্ডাবালিকপাপান
উত্তর কালিমান্তান
(কালিমান্তান উতারা)
৭১,১৭৬.৭২৪৭৩,৪২৪৫২৪,৫২৬৬৩৯,৬৩৯৮.৫তাঞ্জুং সেলরতারাকান
মোট ৫৪৪,১৫০.০৭১২,৫৪১,৫৫৪১৪,২৯৭,০৬৯১৫,৩২০,০১৭২৮

* উত্তর কালিমান্তান ভেঙ্গে পূর্ব কালিমান্তান হওয়ার ফলে ২০১৫ সালের আদমশুমারিতে জনসংখ্যা ও এলাকা হ্রাস পায়।

আরো দেখুন

  • কালিমান্তানের ভাষা
  • কালিমান্তানের নদীর তালিকা

তথ্যসূত্র

  1. "Kalimantan"। Britannica। সংগ্রহের তারিখ ২০০৮-০২-২৬
  2. "Indonesia General Info"। Geohive.com। ২০০৯-১০-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৮-১১
  3. "Archived copy"। ২০১৩-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-১৭

আরো পড়ুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.