কালি

কালি তরল বা পেস্ট জাতীয় যেটি ইমেজ, টেক্সট, বা নকশা রং করতে ব্যবহার করা হয়। কালি কলম, ব্রাশ, বা পালক দিয়ে ছবি আঁকার বা লেখার জন্য ব্যবহার করা হয়। প্রাচীনকালে কাদার ওপর দাগ কেটে কিংবা শক্ত কোনো কিছুর ওপর আঁচড় দিয়ে লেখার কাজটা সারা হতো। কিন্তু বর্তমানে কালির ব্যবহার সব কিছু সহজ করে দিয়েছে।

জার্মানিতে কালির বোতল।

শ্রেণী

কালি সূত্রে আলাদা হয়, কিন্তু সাধারণত চারটি উপাদান জড়িত:

  • কালারেন্স
  • মাধ্যম
  • রঞ্জকদ্রব্য
  • ক্যারিয়ার পদার্থ

কালি সাধারণত চার শ্রেণীর অন্তর্গত:[1]

  • জলীয়
  • তরল
  • প্রতিলিপি করে লেপন
  • গুঁড়া

কালারেন্স

রঙ দ্রুত হয়, কিন্তু আরো ব্যয়বহুল, রঙের কম সঙ্গতিপূর্ণ, এবং ডাইসের চেয়ে পরিসীমা কম। [1]

ইতিহাস

Magnified line drawn by a fountain pen.

প্রথম ঝরনা কলম তৈরি হয় যা জলাধার কলম, মাদ আল মুইজ, মিশরের খলিফার সময় ৯৫৩ খ্রিষ্টাব্দে যা হাত বা জামাকাপড় নষ্ট করবে না। [2]

আরও পড়ুন

তথ্যসূত্র

  1. Kipphan, Helmut (২০০১), Handbook of print media: technologies and production methods (Illustrated সংস্করণ), Springer, পৃষ্ঠা 130–144, আইএসবিএন 3-540-67326-1
  2. CE Bosworth, A Mediaeval Islamic Prototype of the Fountain Pen? Journal of Semitic Studies, 26(2):229-234, 1981

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.