কার্ল ফ্রিডরিখ ফন ভাইৎস্যেকার
কার্ল ফ্রিডরিখ ফন ভাইৎস্যেকার (জার্মান ভাষায়: Carl Friedrich von Weizsäcker) (২৮শে জুন, ১৯১২ - ২৮শে এপ্রিল, ২০০৭) একজন জার্মান পদার্থবিজ্ঞানী এবং দার্শনিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে ভের্নার কার্ল হাইজেনবের্গ এর নেতৃত্বে যারা নিউক্লীয় অস্ত্র নির্মাণ প্রকল্পে কাজ করেছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি। এই প্রকল্পের সদস্যদের মধ্যে তিনিই সবচেয়ে বেশী কাল বেচে ছিলেন। তিনি এবং প্রকল্পের অন্যান্য সদস্যবৃন্দ স্বেচ্ছায় জার্মানির জন্য নিউক্লীয় বোমা তৈরির চেষ্টা করছিলেন কি-না তা নিয়ে সংশয় রয়েছে।
কার্ল ফ্রিডরিখ ফন ভাইৎস্যেকার | |
---|---|
![]() কার্ল ফ্রিডরিখ ফন ভাইৎস্যেকার, ১৯৯৩ | |
জন্ম | ২৮শে জুন, ১৯১২![]() |
মৃত্যু | ২৮ এপ্রিল ২০০৭ ৯৪) সোকিং, বাভারিয়া | (বয়স
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান, দর্শন |
প্রাক্তন ছাত্র | গ্যটিঙেন বিশ্ববিদ্যালয়, Leipzig University |
পিএইচডি উপদেষ্টা | ফ্রিডরিখ হুন্ড |
উল্লেখযোগ্য পুরস্কার |
|
গ্রহ গঠনতত্ত্ব
ভাইৎস্যেকার জেরার্ড কাইপারের সাথে মিলে একটি সম্পূর্ণ গ্রহ গঠনতত্ত্ব প্রবর্তন করেছিলেন।[1]
তথ্যসূত্র
- The Creation of the Universe - George Gamow. বঙ্গানুবাদ - জগত ও মহাজগত, মোহাম্মদ আবদুল জব্বার। পৃষ্ঠা - ৫
আরও দেখুন
- সিএনও চক্র
- লিকুইড ড্রপ মডেল
- গোপী কৃষ্ণ
- কুন্ডালিনি
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.