কারমেন জেড লামাগনা

কারমেন জেড লামাগনা (জন্ম ১ ডিসেম্বর ১৯৫৬) [1][2] ফিলিপাইন শিক্ষাবিদ [3] তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর বর্তমান উপাচার্য, যাকে বাংলাদেশের রাষ্ট্রপতি নিযুক্ত করেছেন [4] । অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি অফ ইউনিভার্সিটি অফ এশিয়া অ্যান্ড প্যাসিফিকের (এউএপি) সভাপতি এবং আন্তর্জাতিক অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি) এর কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছেন।

কারমেন লামাগনা
উপাচার্য আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৯৯৭
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1956-12-01) ১ ডিসেম্বর ১৯৫৬
মানিলা, ফিলিপাইন
জাতীয়তাফিলিপাইন
শিক্ষাপি এইচ ডি (ব্যাবসা উন্নায়ন)
প্রাক্তন শিক্ষার্থী
  • অ্যাডামসন বিশ্ববিদ্যালয়
  • ফিলিপাইন নরমাল বিশ্ববিদ্যালয়
  • রিজাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • পূর্ব বিশ্ববিদ্যালয়
  • ক্যালিফোর্নিয়া কোস্ট বিশ্ববিদ্যালয়
পেশাউপাচার্য

পড়ালেখা ও কর্মজীবন

লামাগনা ১৯৭৮ সালে ম্যানিলার অ্যাডামসন বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন [1] । ফিলিপাইন নরমাল বিশ্ববিদ্যালয় (১৯৯০), রিজাল টেকনোলজিক বিশ্ববিদ্যালয় (১৯৯৪) এবং পূর্ব বিশ্ববিদ্যালয় (১৯৯৫) থেকে তিনটি মাস্টার ডিগ্রি অর্জন করেছেন। ২০০৩ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ক্যালিফোর্নিয়া কোস্ট বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে। .[5]

লামাগনা পার্পেচুয়াল হেল্প ইউনিভার্সিটির (১৯৭৮-১৯৭৯) এবং এএমএ কম্পিউটার কলেজের (১৯৮২-১৯৮৪) ফ্যাকালিটি মেম্বার ছিলেন [5] । তিনি ১৯৯৪-১৯৯৬ সালে এআইইউবি-র প্রকল্প পরিচালক এবং ১৯৯৬ সালে এএমএ কম্পিউটার কলেজে ব্যবসায় উন্নয়নের সহকারী ও সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন [5] ।১৯৯৭ সালে তিনি এআইইউবির উপাচার্য হিসাবে নিযুক্ত হন।তিনি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য । [3][6]

পুরস্কার

২০০৬ সালে ফিলিপিনো ব্যক্তি এবং সংস্থা বিদেশের জন্য লামাগনা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। ফিলিপিন্সের গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোইয়ের রাষ্ট্রপতি নিকট হতে [6] । ২০১২ সালে, তিনি আন্তর্জাতিক মহিলা জোট (টিআইএডাব্লু) দ্বারা শিক্ষার বিভাগের অধীনে বিশ্বের শীর্ষ ১০০নারী হিসাবে নির্বাচিত হয়েছেন। [7]

তথ্যসূত্র

  1. "কারমেন লাগামনা"। Filipina Women's Network। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৬
  2. "কারমেন লামাগনা জন্ম"। AIUB Computer Club। ১২ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৬
  3. "এ আই ইউ বি উপাচার্য নারীর ক্ষমতা সম্পর্কে কথা বলেন"The Daily Star। ২০ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৬
  4. "ভিসি নিয়োগ"The Daily Star। ৬ অক্টোবর ২০০৯। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৬
  5. "নতুন মেম্বার পরিচিত"। ১৩ মার্চ ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৬
  6. Ahmed, Nazia (৫ আগস্ট ২০০৭)। "প্রথম মহিলা উপাচার্য"। The Daily Star। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৬
  7. "CONGRATULATIONS! DR. CARMEN Z. LAMAGNA SELECTED AS TOP 100 WOMEN OF THE WORLD 2012"AIUB। ২৮ জুন ২০১২। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.