কারমেন জেড লামাগনা
কারমেন জেড লামাগনা (জন্ম ১ ডিসেম্বর ১৯৫৬) [1][2] ফিলিপাইন শিক্ষাবিদ [3] তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর বর্তমান উপাচার্য, যাকে বাংলাদেশের রাষ্ট্রপতি নিযুক্ত করেছেন [4] । অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি অফ ইউনিভার্সিটি অফ এশিয়া অ্যান্ড প্যাসিফিকের (এউএপি) সভাপতি এবং আন্তর্জাতিক অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি) এর কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছেন।
কারমেন লামাগনা | |
---|---|
![]() | |
উপাচার্য আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৯৯৭ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মানিলা, ফিলিপাইন | ১ ডিসেম্বর ১৯৫৬
জাতীয়তা | ফিলিপাইন |
শিক্ষা | পি এইচ ডি (ব্যাবসা উন্নায়ন) |
প্রাক্তন শিক্ষার্থী |
|
পেশা | উপাচার্য |
পড়ালেখা ও কর্মজীবন
লামাগনা ১৯৭৮ সালে ম্যানিলার অ্যাডামসন বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন [1] । ফিলিপাইন নরমাল বিশ্ববিদ্যালয় (১৯৯০), রিজাল টেকনোলজিক বিশ্ববিদ্যালয় (১৯৯৪) এবং পূর্ব বিশ্ববিদ্যালয় (১৯৯৫) থেকে তিনটি মাস্টার ডিগ্রি অর্জন করেছেন। ২০০৩ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ক্যালিফোর্নিয়া কোস্ট বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে। .[5]
লামাগনা পার্পেচুয়াল হেল্প ইউনিভার্সিটির (১৯৭৮-১৯৭৯) এবং এএমএ কম্পিউটার কলেজের (১৯৮২-১৯৮৪) ফ্যাকালিটি মেম্বার ছিলেন [5] । তিনি ১৯৯৪-১৯৯৬ সালে এআইইউবি-র প্রকল্প পরিচালক এবং ১৯৯৬ সালে এএমএ কম্পিউটার কলেজে ব্যবসায় উন্নয়নের সহকারী ও সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন [5] ।১৯৯৭ সালে তিনি এআইইউবির উপাচার্য হিসাবে নিযুক্ত হন।তিনি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য । [3][6]
পুরস্কার
২০০৬ সালে ফিলিপিনো ব্যক্তি এবং সংস্থা বিদেশের জন্য লামাগনা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। ফিলিপিন্সের গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোইয়ের রাষ্ট্রপতি নিকট হতে [6] । ২০১২ সালে, তিনি আন্তর্জাতিক মহিলা জোট (টিআইএডাব্লু) দ্বারা শিক্ষার বিভাগের অধীনে বিশ্বের শীর্ষ ১০০নারী হিসাবে নির্বাচিত হয়েছেন। [7]
তথ্যসূত্র
- "কারমেন লাগামনা"। Filipina Women's Network। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৬।
- "কারমেন লামাগনা জন্ম"। AIUB Computer Club। ১২ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৬।
- "এ আই ইউ বি উপাচার্য নারীর ক্ষমতা সম্পর্কে কথা বলেন"। The Daily Star। ২০ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৬।
- "ভিসি নিয়োগ"। The Daily Star। ৬ অক্টোবর ২০০৯। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৬।
- "নতুন মেম্বার পরিচিত"। ১৩ মার্চ ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৬।
- Ahmed, Nazia (৫ আগস্ট ২০০৭)। "প্রথম মহিলা উপাচার্য"। The Daily Star। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৬।
- "CONGRATULATIONS! DR. CARMEN Z. LAMAGNA SELECTED AS TOP 100 WOMEN OF THE WORLD 2012"। AIUB। ২৮ জুন ২০১২। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৬।