কায়েস আরজু
কায়েস আরজু (জন্ম: ৫ই জুন, ১৯৮০) একজন বাংলাদেশী অভিনেতা। তিনি ২০০৭ সালে তুমি আছো হৃদয়ে চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।[2]
কায়েস আরজু | |
---|---|
![]() কায়েস আরজু | |
জন্ম | মোহাম্মদ কায়েস ৫ জুন ১৯৮০ |
পেশা | অভিনেতা, সঙ্গীতশিল্পী[1] |
উল্লেখযোগ্য কর্ম | তুমি আছো হৃদয়ে, বাজাও বিয়ের বাজনা |
ধরন | নাটক, প্রণয়, কমেডী |
বর্ণনা
চলচ্চিত্রে অভিনয়ের পূর্বে কায়েস আরজু চট্টগ্রামে গ্রুপ থিয়েটারে কাজ করতেন। ঢাকায় আসার পর তিনি বিজ্ঞাপন ও নাটকে কাজ করতে শুরু করেন।
চলচ্চিত্রের তালিকা
বছর | চলচ্চিত্র | পরিচালক | সহ-শিল্পী | টীকা |
---|---|---|---|---|
২০০৭ | তুমি আছো হৃদয়ে | হাছিবুল ইসলাম মিজান | মুক্তি | |
২০১০ | বাজাও বিয়ের বাজনা | মোহাম্মদ হোসেন জেমী | রিয়াজ,অপু বিশ্বাস | |
২০১৩ | মন তোর জন্য পাগল[3] | হানিফ রেজা মিলন | সানজানা | |
২০১৪ | ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল | সাইফ চন্দন | আইরিন | |
২০১৪ | সেই তুমি | - | আইরিন |
তথ্যসূত্র
- http://www.bmdb.com.bd/person/69/
- "আরজু ডোনার ফ্রেন্ড"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৯।
- http://www.bmdb.com.bd/movie/192/
![]() |
উইকিমিডিয়া কমন্সে কায়েস আরজু সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.