কাঞ্চন গুপ্তা
কাঞ্চন গুপ্তা একজন ভারতীয় টিভি অভিনেত্রী ।বর্তমানে তিনি মুম্বাই এ থাকেন।তিনি হিন্দি সিরিয়ালে অভিনয় করে থাকেন।
কাঞ্চন গুপ্তা | |
---|---|
জাতীয়তা | ![]() |
পেশা | অভিনেত্রী |
কার্যকাল | ২০০৭-বর্তমান |
ব্যক্তিজীবন
তিনি ভারতের পাঞ্জাব এর আবোহারে জন্মগ্রহণ করেন ।তিনি বিবাহিত।তার একটি মেয়ে রয়েছে।যে তার সবচেয়ে বড় সমালোচক।তিনি ক্যারিয়ারের ক্ষেত্রে তার মেয়ের পরামর্শ নেন।[1]
অভিনয় জীবন
তিনি একজন দক্ষ টিভি অভিনেত্রী।কাঞ্চন গুপ্ত প্রথমে দূরদর্শন চ্যানেলের সিরিয়ালে অভিনয় করতেন।তিনি নমস্তে লন্ডন(২০০৭)সিনেমাতে ৩য় আনটির চরিত্রে অভিনয় করেছেন[2]। তিনি জি আনমোলের সাতরঙ্গী সাসুরাল ও মে কুচ ভী কার সখতি হু সিরিয়ালে অভিনয় করেছেন। সর্বশেষ তিনি স্টার ভারত চ্যানেলের ক্যা হাল মিস্টার পাঞ্চাল ? সিরিজে কুন্তী চরিত্রে অভিনয় করেন[3]।এর মাধ্যমে তিনি প্রচুর জনপ্রিয়তা পান। এই সিরিয়ালের সহ অভিনেতা মনিন্দর সিংহের সাথে তার বেশ ভাল সম্পর্ক।[1] এতে বয়স্কের চরিত্র করলেও তিনি তত বয়স্ক নন।
তথ্যসূত্র
- Team, Author: Editorial (২০১৮-০৪-১০)। "I am not a typical saas of television: Kanchan Gupta"। IWMBuzz (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৪।
- "Kanchan Gupta"। IMDb। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২৬।
- "Naagin 2's Sudha Chandran looks like a college girl in this trendy outfit - Grandmothers of TV go glam off screen"। The Times of India। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২৬।