কাজী জাফরউল্লাহ
কাজী জাফরউল্লাহ একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি সভাপতিমণ্ডলীর সদস্য।[1] তিনি ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
কাজী জাফরউল্লাহ | |
---|---|
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য | |
কাজের মেয়াদ ২৩ অক্টোবর ২০১৬ – বর্তমান | |
জাতীয় সংসদের সদস্য | |
কাজের মেয়াদ ২০০১ – ২০০৬ | |
পূর্বসূরী | কাজী আবু ইউসুফ |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | নিলুফার জাফর |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | রাজনীতিবিদ |
প্রারম্ভিক জীবন
জাফরউল্লাহ ১৯৪৯ সালের এপ্রিলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জন্মগ্রহণ করেন।[2] তার পিতার নাম কাজী মাহাবুব উল্লাহ ও মাতার নাম বেগম জেবুন্নেসা। তিনি সেইন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৪ সালে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।[2]
রাজনৈতিক জীবন
জাফরউল্লাহ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ফরিদপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[3] ২০১৪ ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে প্রতিদ্বন্দ্বীতা করে মজিবুর রহমান চৌধুরীর কাছে পরাজিত হন।[3]
২০১৬ সালের ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে জাফরউল্লাহ সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন।[1]
ব্যক্তিগত জীবন
জাফরউল্লাহ ব্যক্তিগত জীবনে নিলুফার জাফরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নিলুফার জাফর, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।[3] ২০১৬ সালে প্রকাশ হওয়া পানামা পেপারসে এই দম্পতির নাম প্রকাশিত হয়েছিল এবং বৃটিশ ভার্জিন আইল্যান্ডে অফসোর কোম্পানি রয়েছে বলে তখন পানামা পেপারসে উল্লেখ করা হয়।[4]
তথ্যসূত্র
- "সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা"। সমকাল। ১৫ ডিসে ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ ডিসে ২০১৮।
- "Begum Zebunnessa and Kazi Mahbubullah Janakalyan Trust."। Lha Charitable Trust। সংগ্রহের তারিখ ১৫ ডিসে ২০১৮।
- "হেভিওয়েট প্রার্থী জাফরউল্লাহর পথের কাঁটা নিক্সন চৌধুরী"। Jugantor। সংগ্রহের তারিখ ১৫ ডিসে ২০১৮।
- "Bangladeshis not outside Panama Papers"। The Daily Observer। সংগ্রহের তারিখ ২০১৬-০৪-০৭।