কাকাডু জাতীয় উদ্যান
কাকাডু জাতীয় উদ্যান বা কাকাডু ন্যাশনাল পার্ক অস্ট্রেলিয়ার উত্তারঞ্চলে অবস্থিত, যা ডারউইন এর ১৭১ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।
![]() | |
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান | |
---|---|
অবস্থান | অস্ট্রেলিয়া ![]() |
আয়তন | [1] |
মানদণ্ড | i, vi, vii, ix, x |
তথ্যসূত্র | ১৪৭ |
স্থানাঙ্ক | ১৩°০০′২০″ দক্ষিণ ১৩২°৩১′১০″ পূর্ব |
শিলালিপির ইতিহাস | ১৯৮১[2] (৫ম সভা) |
প্রসারণ | ১৯৮৭; ১৯৯২[2] |
ওয়েবসাইট | www |
![]() ![]() কাকাডু জাতীয় উদ্যানের অবস্থান | |
কাকাডু জাতীয় উদ্যান অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের অ্যালিগেটর নদীয় অঞ্চলে অবস্থিত। এটি ১৯,৮০,৪০০ হেক্টর (৪৮,৯৪,০০০ একর)[2] এলাকা জুড়ে বিস্তৃত, যা উত্তর-দক্ষিণে ২০০ কিলোমিটার এবং পূর্ব-পশ্চিমে ১০০ কিলোমিটারেরও বেশি বিস্তৃত। এর আকার স্লোভানিয়ার সমান, তাশমেনিয়ার প্রায় এক তৃতীয়াংশ, সুইজারল্যান্ডের আকারের প্রায় অর্ধেক। রেঞ্জার ইউরেনিয়াম মাইন, অন্যতম সর্বোচ্চ উৎপাদনশীল ইউরেনিয়াম মাইন, যা এই উদ্যানের মধ্যে পরেছে।
ইতিহাস
নামকরণ
কাকাডু নামটি এসেছে শব্দ গাগাজু থেকে, যা পার্কটির উত্তরাঞ্চলের একটি অ্যাবোরিজিনাল ভাষার নাম। কাকাডুর রয়েছে পরিবেশ এবং জীব বৈচিত্র। মূল যেসকল বৈশিষ্ট্য এই জাতীয় উদ্যানে সংরক্ষিত রয়েছে:
- প্রধান চারটি নদী:
- পূর্ব অ্যালিগেটর নদী,
- পশ্চিম অ্যালিগেটর নদী,
- ওয়াইল্ডম্যান নদী; এবং
- সম্পূর্ণ দক্ষিণ অ্যালিগেটর নদী;
- প্রধান ছয় ভূমি
- মোহনা এবং বেলাভূমি,
- প্লাবনভূমি,
- নিচুভূমি,
- পাথুরে ভূমি,
- আউটলাইয়ার (outliers); এবং
- দক্ষিণাঞ্চলীয় পাহাড় এবং নদীর অববাহিকা;
- অসাধারণ বৈচিত্রময় বন্য জীবযন্তু;
- ২৮০ টিরও বেশি প্রজাতির পাখি
- প্রায় ৮০ প্রজাতির স্তন্যপায়ী জীব
- ৫০ টিরও বেশি প্রজাতির মিঠাপানির জীব
- ১০ ০০০ এরও বেশি প্রজাতির পোকামাকড়
- ১৬০০ এরও বেশি উদ্ভিদ
তথ্যসূত্র
- http://data.gov.au/dataset/2016-soe-her-aus-national-heritage; প্রকাশনার তারিখ: 7 জুন 2017; সংগ্রহের তারিখ: 21 জুলাই 2017.
- "Kakadu National Park"। World Heritage Site। Cambridge, United Kingdom: United Nations Environment Programme। ১৯৯৮। ২০০৮-০৫-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-০৪।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.