কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম

কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) হচ্ছে সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধ মোকাবেলায় গঠিত অ্যান্টি টেররিজম ইউনিটের একটি বিশেষ ইউনিট। মোঃ মনিরুল ইসলাম বিএমপি (বার), পিপিএম (বার) এ ইউনিটের প্রধান।[1][2]

কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম
সংক্ষেপণসিটিটিসি
Logo of the কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম.
সংস্থা পরিদর্শন
গঠিত১৬ ফেব্রুয়ারি, ২০১৬
কর্মকতারা৬০০
আইনি ব্যক্তিত্ববেসরকারি: সরকারি সংস্থা
অধিকারভুক্ত অঞ্চলের কাঠামো
সাধারণ প্রকৃতি
  • আইন কার্যকরীকরণ
  • বেসামরিক পুলিশ
অপারেশনাল কাঠামো
প্রধান কার্যালয়৩৬ মিন্টো রোড, রমনা, ঢাকা ১২১৭, বাংলাদেশ
সংস্থা কার্যকরীমনিরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার
উর্ধ্বস্থ সংস্থাঅ্যান্টি টেররিজম ইউনিট
ওয়েবসাইট
cttcdmp.gov.bd

ইতিহাস

২০১১ সালে আগস্ট মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ পুলিশকে নিয়ে কাউন্টার সন্ত্রাসবিরোধী পুলিশ ব্যুরো নামে একটি বিশেষ ইউনিট গঠনের সুপারিশ করে। সেপ্টেম্বর ২০১৩ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জন প্রশাসন মন্ত্রণালয়ে পাঠায়। ২০১৫ সালে সন্ত্রাসী হামলার সংখ্যা বাড়লে এ ইউনিটের চাহিদা বাড়ে। ১৬ ফেব্রুয়ারী ২০১৬ সালে ৬০০ জনকে নিয়ে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম প্রতিষ্ঠা হয়।[3]

২০১৭ সালের মার্চ মাসে এটি সীতাকুন্ডে এক অভিযান চালায়, যার ফলে চট্টগ্রামে দু‘জন জঙ্গি নিহত হয়।[4] ২৫ মার্চ ২০১৭ তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম প্যারা-কমান্ডো ব্যাটালিয়ন দ্বারা এটি অপারেশন টুইলাইটকে সহায়তা প্রদান করে। [5] সন্ত্রাসবাদ, উগ্রবাদ, অস্ত্র ও বিস্ফোরক, সাইবার অপরাধ, ড্রাগ, চোরাচালান, সন্ত্রাসী অর্থায়ন এবং অন্য কোনও আন্তর্জাতিক অপরাধ সম্পর্কিত তথ্য নাগরিকদের কাছ থেকে সংগ্রহের জন্য সংস্থাটি হ্যালো সিটি অ্যাপ নামে একটি অ্যাপ উন্মুক্ত করে।

কাঠামো

সিটিটিসি বা কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের চারটি বিভাগ রয়েছে। এগুলো হলো-

  1. বিশেষ অ্যাকশন গ্রুপ
  2. কাউন্টার সন্ত্রাস তদন্ত বিভাগ
  3. সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগ এবং
  4. ট্রান্সন্যাশনালঅপরাধ বিভাগ

তথ্যসূত্র

  1. "6 Killed, 50 Injured In Twin Blasts In Bangladesh's Sylhet. Anti-Terror Operation Under Way"NDTV। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৭
  2. "Ansar al Islam: Change of tactics in recruitment"The Daily Star। ২৪ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৭
  3. "DMP sets up counter terror unit"The Daily Star। ১৭ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৭
  4. "Suicide bomber blows himself up at Bangladesh army camp"The Tribune। ১৭ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৭
  5. "Assault on Sylhet den underway"The Financial Express। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.