কলেরা টিকা

কলেরা টিকা এমন একটি টিকা যা কলেরা প্রতিরোধে কার্যকর।[1] প্রথম ৬ মাসে ৮৫% ক্ষেত্রে কার্যকর এবং প্রথম বছরে ৫০-৬০% ক্ষেত্রে কার্যকর।[1][2][3] দুই বছর পর কার্যকারিতা ৫০% ক্ষেত্রে কমে আসে। যখন কোন সম্প্রদায়ের একটি বড় অংশ প্রতিরোধী হয় তখন দলভুক্ত মানুষ প্রতিরোধী সুবিধা ভোগ করে। যারা উচ্চ ঝুঁকির মধ্যে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক্ষেত্রে অন্যান্য ব্যবস্থার সাথে ব্যবহারের পরামর্শ দেয়। সাধারণত দুই অথবা তিন ডোজ মুখে গ্রহণের জন্য পরামর্শ দেয়া হয়।[1] বিশ্বের কিছু কিছু এলাকায় ইনজেকশনের মাধ্যমে গ্রহণের ব্যবস্থা রয়েছে কিন্তু এর পরিমাণ খুব সামান্য।[1][2]

কলেরা টিকা
Vaccine description
লক্ষ্য ব্যাধিসমূহকলেরা
প্রকারKilled/Inactivated
ক্লিনিক্যাল তথ্য
এএইচএফএস/ড্রাগস.কমMicromedex মাইক্রোমেডেক্স বিস্তারিত ভোক্তার তথ্য
গর্ভধারণ
বিষয়শ্রেণী
  • US: C (Risk not ruled out)
    এটিসি কোড
    শনাক্তকারী
    কেমস্পাইডার
     NY (what is this?)  (verify)

    উভয় প্রকার মুখে গ্রহণের সহজলভ্য টিকা সাধারণত নিরাপদ। হালকা পেটে ব্যাথা বা ডায়রিয়া দেখা দিতে পারে। এসব গর্ভাবস্থায় এবং দুর্বল প্রতিরোধী ব্যবস্থায় নিরাপদ। ৬০টির অধিক দেশে এটি ব্যবহারের জন্য লাইসেন্স দেয়া হয়। এটি সেসব দেশে ব্যবহার করা হয় সাধারণ ভাবে যেখানে এই রোগটি ব্যয় সাশ্রয়ী বলে মনে করা হচ্ছে।[1]

    ১৮০০ সালের শেষদিকে প্রথম কলেরা প্রতিরোধে টিকা ব্যবহার করা হয়। এগুলি হচ্ছে পরীক্ষাগারে তৈরী প্রথম টিকা যা ব্যাপকভাবে ব্যবহার করা হয়।[4] ১৯৯০ সালে প্রথম মুখে গ্রহণের টিকা প্রবর্তন করা হয়।[1] এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় ঔষুধের তালিকার অন্তর্ভূক্ত, মৌলিক স্বাস্থ্য ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঔষুধ। [5] কলেরার বিরুদ্ধে টিকা দেয়ার খরচ ০.১ থেকে ৪.০ মার্কিন ডলারের মধ্যে।[6]

    তথ্যসূত্র

    1. "Cholera vaccines: WHO position paper." (PDF)Weekly epidemiological record (ইংরেজি ভাষায়)। 13 (85): 117–128। মার্চ ২৬, ২০১০। PMID 20349546
    2. Graves PM, Deeks JJ, Demicheli V, Jefferson T (২০১০)। "Vaccines for preventing cholera: killed whole cell or other subunit vaccines (injected)"। Cochrane Database Syst Rev (ইংরেজি ভাষায়) (8): CD000974। doi:10.1002/14651858.CD000974.pub2। PMID 20687062
    3. Sinclair D, Abba K, Zaman K, Qadri F, Graves PM (২০১১)। "Oral vaccines for preventing cholera"। Cochrane Database Syst Rev (ইংরেজি ভাষায়) (3): CD008603। doi:10.1002/14651858.CD008603.pub2। PMID 21412922
    4. Stanberry, Lawrence R. (২০০৯)। Vaccines for biodefense and emerging and neglected diseases (ইংরেজি ভাষায়) (1 সংস্করণ)। Amsterdam: Academic। পৃষ্ঠা 870। আইএসবিএন 9780080919027।
    5. "WHO Model List of EssentialMedicines" (PDF)World Health Organization (ইংরেজি ভাষায়)। অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৪
    6. Martin, S; Lopez, AL; Bellos, A; Deen, J; Ali, M; Alberti, K; Anh, DD; Costa, A; Grais, RF; Legros, D; Luquero, FJ; Ghai, MB; Perea, W; Sack, DA (১ ডিসেম্বর ২০১৪)। "Post-licensure deployment of oral cholera vaccines: a systematic review."। Bulletin of the World Health Organization (ইংরেজি ভাষায়)। 92 (12): 881–93। PMID 25552772
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.