কলিন্স ইংরেজি অভিধান
কলিন্স ইংরেজি অভিধান (ইংরেজি: The Collins English Dictionary) ইংরেজি ভাষার একটি অভিধান। হার্পারকলিন্স এই অভিধানের প্রকাশক। ১৯৭৯ সালে প্রথম এই অভিধান প্রকাশিত হয়।[1]
মূল শিরোনাম | Collins English Dictionary |
---|---|
দেশ | যুক্তরাজ্য |
ভাষা | ইংরেজি |
ধরন | অভিধান |
প্রকাশিত | ১৯৭৯ |
প্রকাশক | হার্পারকলিন্স |
পৃষ্ঠাসংখ্যা | ২৩৪০ |
আইএসবিএন | 978-0-00-752274-3 |
সংস্করণ
অভিধানটির সর্বশেষ ১২তম সংস্করণ ২০১৪ সালের ২৩ অক্টোবর প্রকাশিত হয়।[2] এই সংস্করণে ৭২২,০০০ টি শব্দ, বাগধারা, ও প্রবাদ-প্রবচন রয়েছে।[3] পূর্ববর্তী ১১তম সংস্করণ ২০১১ সালের অক্টোবর মাসে প্রকাশিত হয়েছিল। অভিধানটির ৩০তম বার্ষিকী উপলক্ষ্যে ২০১০ সালে বইটির একটি বিশেষ সংস্করণ প্রকাশিত হয়েছিল। এর পুরেব প্রতি ৩-৪ বছর অন্তর একটি সংস্করণ প্রকাশ করা হত।
অনলাইন সংস্করণ
কলিন্স ইংরেজি অভিধান CollinsDictionary.com এই ঠিকানায় ফরাসি, জার্মান, স্পেনীয়, ও ইতালীয় ভাষায় ২০১১ সালের ৩১ ডিসেম্বর অনলাইন সংস্করণ প্রকাশ করেন। এই ওয়েবসাইটে শব্দের ব্যবহারসহ বাক্য, শব্দের তারতম্য, ও গুগল এনগ্রাম প্রজেক্টে শব্দের ট্রেন্ড ও ফ্লিকরে শব্দের ছবি সংযুক্ত করেছে।
২০১২ সালের আগস্ট মাসে, CollinsDictionary.com নতুন শব্দের জন্য ফেসবুকের সাথে সংযুক্ত ক্রাউড-সোর্সিং করে,[4] যদিও এখনো তারা তাদের সম্পাদনা উইকিঅভিধান ও আরবান অভিধান থেকে পৃথক রেখেছে।[5]
২০১৫ সালের মে মাসে, CollinsDictionary.com ৬৫০০ নতুন স্ক্রেবল শব্দ তাদের দাপ্তরিক স্ক্রেবল শব্দের তালিকায় যুক্ত করে। এই শব্দসমূহের অন্তর্ভুক্ত ছিল গালি, সামাজিক মাধ্যম, খাদ্য, প্রযুক্তি ও আরও কিছু নতুন শব্দ।[6]
তথ্যসূত্র
- "History"। HarperCollins। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৭।
- "Collins English Dictionary Complete and Unabridged edition: Over 700,000 words and phrases [12th edition]"। কলিন্স। ৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৭।
- "Collins English Dictionary, 12th edition - FAQs"। কলিন্স ডিকশনারি। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৭।
- "YOLO in the Dictionary? Collins Crowdsources Lexicon"। Mashable। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৭।
- "Collins launches online dictionary to debate new words"। দ্য গার্ডিয়ান। ১৬ ডিসেম্বর ২০০৪। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৭।
- "Discover the New Scrabble Words"। কলিন্স ডিকশনারি। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৭।
বহিঃসংযোগ
- CollinsDictionary.com – Collins English Dictionary, American English Dictionary, Thesaurus, French, German, Italian and Spanish.
টেমপ্লেট:ইংরেজি অভিধানসমূহ