কম্বোজ

মোলাস্কা (অথাবা মলাস্কা) হল অমেরুদন্ডী প্রাণীর পর্ব। এই পর্বের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক। এরা অধিকাংশ অগভীর জলে বসবাস করে। এই পর্ব সবচেয়ে বৃহত্তম সামুদ্রিক অমেরুদন্ডী প্রাণীর প্রজাতি। এই পর্বের ৮৫০০০ প্রজাতি রয়েছে।

মলাস্কা
কম্বোজ
সময়গত পরিসীমা: Ediacaran or Cambrian - Recent
Caribbean reef squid, Sepioteuthis sepioidea
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Mollusca
Linnaeus, 1758
Cypraea, the cowrie. About 80% of all known mollusc species are gastropods.

বৈশিষ্ট্য

  • এদের দেহ নরম। নরম দেহটি শক্ত খোলস দিয়ে আবৃত।
  • পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে।
  • বহিঃত্বক ,ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়।
  • এরা বৈচিত্রপূর্ণ প্রাণী।
  • এরা অধিকাংশই সামুদ্রিক।
  • সিলোমেট,অধিকাংশ দ্বিপাশ্বীয় প্রতিসম।
  • রক্তে হিমোসায়ানিন (haemocyanin) ও অ্যামিবোসাইট (amoebocyte) কণিকা থাকে।
  • দেহে ম্যান্টল নামক পাতলা আবরণ থাকে।

তথ্যসূত্র


    পর্ব (জীববিজ্ঞান)
    পর্ব: পরিফেরা  · নিডারিয়া  · প্লাটিহেলমিনথিস  · নেমাটোডা  · এনিলিডা  · আর্থোপোডা  · মলাস্কা  · একাইনোডার্মাটা  · কর্ডাটা

    টেমপ্লেট:গাজী আজমল

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.