কমলা রকেট

কমলা রকেট ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী নাটকীয় চলচ্চিত্র। কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামক দুটি গল্প অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন শাহাদুজ্জামান ও নূর ইমরান মিঠু, চলচ্চিত্রটি পরিচালনা করেন নূর ইমরান মিঠু ও প্রযোজনা করে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। চলচ্চিত্রটি ১৬ জুন ২০১৮ সালে মুক্তি পায়।[1]

কমলা রকেট
পরিচালকনূর ইমরান মিঠু
প্রযোজকফরিদুর রেজা সাগর
শ্রেষ্ঠাংশেতৌকীর আহমেদ
মোশাররফ করিম
সুরকারইমরান মাহমুদুল
আরিন আশিক
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড
মুক্তি১৬ জুন ২০১৮
দৈর্ঘ্য৯৬ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

চলচ্চিত্রটি জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে “শ্রেষ্ঠ অভিষিক্ত পরিচালকের” পুরস্কার লাভ করে।[2] এছাড়া চলচ্চিত্রটি ‘গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, ‘১৬তম চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ও ১৭তম তৃতীয় চোখ এশীয় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।[2][3] ২০১৯ সালে চলচ্চিত্রটি প্যারিসে অনুষ্ঠিত ৬ষ্ঠ এশীয় চলচ্চিত্র উৎসবে “জুরি পুরস্কার” লাভ করে।[4]

অভিনয়ে

নির্মান

চলচ্চিত্রটির পুরো শুটিং হয়েছে একটা লঞ্চে। এ জন্য লঞ্চটি ঢাকা থেকে মোরেলগঞ্জে (বাগেরহাটের একটি থানা) বেশ কয়েকবার যাতায়াত করে।

সঙ্গীত

কমলা রকেট
ইমরান মাহমুদুল
আরিন আশিক
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ১৬ জুন ২০১৮ (2018-06-16)
শব্দধারণের সময়২০১৮
ঘরানাচলচ্চিত্রের সাউন্ডট্র্যাক
দৈর্ঘ্য১৪:০০
ভাষাবাংলা
সঙ্গীত প্রকাশনীইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড
নং.শিরোনামদৈর্ঘ্য
১."মনমাঝে"৩:১৫
২."মোমবাতি"৪:০৬
৩."কমলা রকেট"৩:০৫

তথ্যসূত্র

  1. "ঈদে সিনেমা হলে ইমপ্রেসের 'কমলা রকেট'"মানবজমিন। ৩ জুন ২০১৮।
  2. "দুই আন্তর্জাতিক উৎসবে 'কমলা রকেট'"bdnews24.com। ১১ ডিসেম্বর ২০১৮।
  3. "ভারত যাচ্ছে 'কমলা রকেট'"ঢাকা টাইমস। ৪ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯
  4. "ফ্রান্সে 'জুরি প্রাইজ' পেল 'কমলা রকেট'"চ্যানেল আই। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.