কঙ্গো নদী

কঙ্গো নদী আফ্রিকা মহাদেশেের দ্বিতীয় দীর্ঘতম নদী এবং জলপ্রবাহের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় সর্বাধিক জলপ্রবাহিত হওয়া নদী। গভীরতার দিক থেকে এটি পৃথিবীর গভীরতম নদী যার গভীরতা ২২০ মি (৭২০ ফু)[1]

কঙ্গো নদী
অন্য নামজায়ারে নদী
অববাহিকার বৈশিষ্ট্য
মূল উৎসলুয়ালাবা নদী
বয়োমা জলপ্রপাত
মোহনাআটলান্টিক মহাসাগর
অববাহিকার আকার৪০,১৪,৫০০ কিমি (১৫,৫০,০০০ মা)
প্রাকৃতিক বৈশিষ্ট্য
দৈর্ঘ্য৪,৭০০ কিমি (২,৯০০ মা) 2
নিষ্কাশন
  • সর্বনিম্ন হার:
    ২৩,০০০ মি/সে (৮,১০,০০০ ঘনফুট/সে)
  • গড় হার:
    ৪১,২০০ মি/সে (১৪,৫০,০০০ ঘনফুট/সে)
  • Maximum rate:
    ৭৫,০০০ মি/সে (২৬,০০,০০০ ঘনফুট/সে)

নামকরণ

কঙ্গো নদীর নামটি এসেছে এর দক্ষিণ প্রান্তের একসময়ের কঙ্গো সাম্রাজ্য হতে। আর, এই সাম্রাজ্যের নামকরণকরা হযেছিলো আদিবাসী বান্টুদের থেকে, যাদেরকে ১৭দশ শতকে ডাকা হতো এসিকঙ্গো নামে।[2]

তথ্যসূত্র

  1. Oberg, Kevin (জুলাই ২০০৮)। "Discharge and Other Hydraulic Measurements for Characterizing the Hydraulics of Lower Congo River, July 2008" (PDF)। U.S. Geological Survey।
  2. Anderson, David (২০০০)। Africa's Urban Past। পৃষ্ঠা 79। আইএসবিএন 9780852557617।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.