ওরাসকম গ্রুপ

ওরাসকম (ইংরেজি: Orascom; আরবি ভাষায়: أوراسكوم) একটি মিশরীয় ব্যবসা গ্রুপ। এটি রেলপথ ও দিকনির্দেশনা সেবা থেকে শুরু করে উৎপাদন শিল্পের সাথে জড়িত। এর বাইরে টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি এবং নেটওয়ার্কিং খাতে এটি ব্যাপক বিনিয়োগ করেছে।

ওনসি সাউইরিস নামের এক মিশরীয় ব্যবসায়ী ১৯৫০ সালে ওরাসকম গ্রুপ প্রতিষ্ঠা করেন। গ্রুপটির বিনিয়োগকৃত পুঁজির পরিমাণ প্রায় ৩০০ কোটি মার্কিন ডলার এবং বার্ষিক মুনাফা প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার।

ওরাসকম গ্রুপের কোম্পানিসমূহ

  • ওরাসকম টেলিকম হোল্ডিং
  • ওরাসকম কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ
  • ওরাসকম হোটেলস অ্যান্ড ডেভেলপমেন্ট
  • ওরাসকম টেকনোলজি সলিউশন্‌স

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.