ওয়াচৌস্কি ভ্রাতৃদ্বয়

লরেন্স "ল্যারি" ওয়াচৌস্কি (জন্ম: ২১শে জুন, ১৯৬৫) এবং অ্যান্ড্রু "অ্যান্ডি" ওয়াচৌস্কি (জন্ম: ২৯শে ডিসেম্বর, ১৯৬৭), এই দুই ভাইকে একসাথে ওয়াচৌস্কি ভ্রাতৃদ্বয় নামে ডাকা হয়। এই মার্কিন ভ্রাতৃদ্বয় একসাথে বেশ কিছু চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনা করেছেন এবং বেশ কিছু চিত্রনাট্যও লিখেছেন। তারা দ্য ম্যাট্রিক্স ত্রয়ী নির্মাণ করে সবচেয়ে বেশী জনপ্রিয়তা অর্জন করেছেন।

ওয়াচৌস্কি ভ্রাতৃদ্বয়

চলচ্চিত্রসমূহ

  • Assassins (১৯৯৫)
  • Bound (১৯৯৬)
  • দ্য ম্যাট্রিক্স (১৯৯৯)
  • দ্য ম্যাট্রিক্স রিলোডেড (২০০৩)
  • দ্য ম্যাট্রিক্স রিভলিউশন্‌স (২০০৩)
  • The Animatrix (২০০৩)
  • V for Vendetta (২০০৬)
  • The Invasion (২০০৭)
  • Speed Racer (মে ২০০৮)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.