ওয়াও সিনেমা
ওয়াও সিনেমা একটি ভারতীয় চলচ্চিত্রভিত্তিক টিভি চ্যানেল।[1] চ্যানেলটির মালিক সফটলাইন ক্রিয়েশনস। চ্যানেলটি সারাদিন হিন্দি ভাষার চলচ্চিত্র প্রচার করে। চ্যানেলটি ২০১৫ সালের জুন মাসের ১ তারিখে যাত্রা শুরু করে।
ওয়াও সিনেমা | |
---|---|
উদ্বোধন | ১ জুন, ২০১৫ |
মালিকানা | সফটলাইন ক্রিয়েশনস |
চিত্রের বিন্যাস | এসডিটিভি |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
প্রচারের স্থান | ভারত |
প্রধান কার্যালয় | নয়াদিল্লী, ভারত |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | এনটি৮, ইটস সিনেমা টিভি |
ওয়েবসাইট | www.cinematv.in |
তথ্যসূত্র
- "Wow Cinema"। LyngSat। ১৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৭।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.