ও-র্গ্যান-ব্স্তান-পা'ই-ন্যি-মা
ও-র্গ্যান-ব্স্তান-পা'ই-ন্যি-মা (তিব্বতি: ཨོ་རྒྱན་བསྟན་པའི་ཉི་མ, ওয়াইলি: o rgyan bstan pa'i nyi ma) (১৮৩৮-১৮৭৪) ভূটানে প্রচলিত তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের ষষ্ঠ পে-গ্লিং-র্গ্যাল-স্রাস (ওয়াইলি: pe gling rgyal sras) উপাধিধারী লামা ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী
ও-র্গ্যান-ব্স্তান-পা'ই-ন্যি-মা ১৮৩৩ খ্রিষ্টাব্দে ভূটানে গ্ন্যোস পরিবারগোষ্ঠীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: bstan pa’i rgyal mtshan)। ও-র্গ্যান-ব্স্তান-পা'ই-ন্যি-মা তিব্বতের খাম্স অঞ্চলের ল্হা-লুং (ওয়াইলি: lha lung) যাত্রা করে কুন-ব্জাং-ঙ্গাগ-দ্বাং-ছোস-ক্যি-ব্লো-গ্রোস (ওয়াইলি: kun bzang ngag dbang chos kyi blo gros) নামক ষষ্ঠ পে-গ্লিং-গ্সুং-স্প্রুল (ওয়াইলি: pe gling gsung sprul) উপাধিধারী অবতারী লামার নিকট শিক্ষালাভ করেন। ভূটান ফিরে এলে তিনি রিন-ছেন-বুম-পা (ওয়াইলি: rin chen bum pa) নামক স্থানে একান্ত সাধনায় লিপ্ত হন। এরপর তিনি পে-গ্লিং-গিং-গ্সুম (ওয়াইলি: pe gling ging gsum), পে-গ্লিং-গ্তের-'ছাম (ওয়াইলি: pe gling gter 'cham), দ্মাং-'ছাম (ওয়াইলি: dmang 'cham) প্রভৃতি নাচের প্রচলন করেন।[1]
তথ্যসূত্র
- Maki, Ariana (এপ্রিল ২০১১)। "The Sixth Gangteng, Tenpai Nyima"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-১২-২৪।
পূর্বসূরী ও-র্গ্যান-দ্গে-লেগ্স-র্নাম-র্গ্যাল |
ও-র্গ্যান-ব্স্তান-পা'ই-ন্যি-মা ষষ্ঠ পে-গ্লিং-র্গ্যাল-স্রাস |
উত্তরসূরী ও-র্গ্যান-ব্স্তান-পা'ই-ন্যিন-ব্যেদ |