এসোসিয়েটেড প্রেস

এপি বা এসোসিয়েটেড প্রেস একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা। এটি পৃথিবীর অন্যতম বৃহৎ একটি আমেরিকান সংবাদ সংস্থা। এটি আমেরিকার কতগুলো সংবাদ পত্রিকা ও সম্প্রচার কেন্দ্রের মালিকানাধিন একটি সমবায় প্রতিষ্ঠান। আমেরিকার বাইরের অনেক সংবাদ পত্রিকা ও টেলিভিশন সম্প্রচার কর্তৃপক্ষ ফির বিনিময়ে এপি র সংগৃহিত তথ্য ব্যবহার করে । এর প্রধান সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত।

দ্য অ্যাসোসিয়েটেড প্রেস
ধরণ অলাভজনকcooperative
প্রতিষ্ঠাকাল নিউ ইয়র্ক সিটি, ১৮৪৬
সদর দপ্তর নিউ ইয়র্ক সিটি
নেতৃস্থানীয় ব্যক্তিবর্গটম কার্লি, সভাপতি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা
যে অঞ্চলসমূহে কাজ করেবিশ্বব্যাপী
শিল্পনিউজ মিডিয়া
যা উৎপাদন করেতার যোগাযোগ সার্ভিস
রাজস্ব ৬৫৪,১৮৬,০০০ মার্কিন ডলার (২০০৫)
মূল আয় ১৭,৯৫৯,০০০ মার্কিন ডলার (২০০৫)
মোট আয় ১৮,৫২৮,০০০ মার্কিন ডলার (২০০৫)
কর্মচারী ও কর্মকর্তা৩,৭০০
ওয়েবসাইটap.org

২০০৫ এ ১৭০০ সংবাদপত্র ও ৫০০০ টেলিভিশন ও বেতার সংস্থা এপির সংগৃহিত তথ্য ব্যবহার করেছে। এপির ফটো লাইব্রেরিতে ১ কোটির ও বেশি ছবি আছে। বর্তমানে এপির ২৪২ টি ব্যুরোর মাধ্যমে ১২১টি দেশে সেবা দিচ্ছে।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.