এলেন টেরি

ডেইম এলেন টেরি(২৭ ফেব্রুয়ারি ১৯৪৭[1] -২১ জুলাই ১৯২৮) পেশাগতভাবে এলেন টেরি নামে পরিচিত।[2] তিনি একজন ব্রিটিশ অভিনেত্রী,শেক্সপিয়ারিয়ান হিসবে খ্যাতি পান। তিনি অভিনেত্রী পরিবার এ জন্ম নেন,তিনি লন্ডনে শেক্সপিয়ারের নাটকে শিশু অভিনেত্রী হিসেবে অভিনয় শুরু করেন এবং ছোট থাকতেই ইংলিশ প্রদেশগুলো ভ্রমণ করেন।১৬ বছরে তিনি ৪৬ বছরের জর্জ ফ্রেডরিক ওয়াটসকে বিয়ে করেন কিন্তু কয়েক বছরের মধ্যেই বিচ্ছিন্ন হন।

  1. "Birth certificate is dated 1847"। ৬ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৭
  2. she had reversed her given names by the time of her first marriage
এলেন টেরি

১৬ বছর বয়সে এলেন টেরি।ছবি তোলেন জুলিয়া মার্গারেট ক্যামেরন
জন্ম
এলিস এলেন টেরি

(১৮৪৭-০২-২৭)২৭ ফেব্রুয়ারি ১৮৪৭
Coventry, ইংল্যান্ড
মৃত্যু২১ জুলাই ১৯২৮(1928-07-21) (বয়স ৮১)
ছোট হাইথ, কেন্ট,ইংল্যান্ড
অন্যান্য নামএলেন এলিস টেরি
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.