এম এ সাঈদ
এম এ সাঈদ (জন্ম: ১৯৩৭ - মুত্য: ১২ জানুয়ারি ২০১৩) বাংলাদেশের একজন সাবেক পদস্থ সরকারি কর্মকর্তা এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার। ২০০০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত এম এ সাঈদ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার দায়িত্বকালে ২০০১ সালের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। [1]
এম এ সাঈদ | |
---|---|
![]() | |
জন্ম | ১৯৩৭ গোপালগঞ্জ, ব্রিটিশ ভারত |
মৃত্যু | ১২ জানুয়ারি ২০১৩ |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | ![]() |
পেশা | সরকারি চাকুরী |
পরিচিতির কারণ | পদস্থ সরকারি কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার |
শিক্ষা জীবন
কর্ম জীবন
সাঈদ ১৯৬০ সালে পাকিস্তান সিভিল সার্ভিস (সিএসপি) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন।[2] পরবর্তীতে তিনি মহকুমা প্রশাসক, জেলা প্রশাসক এবং সচিব হিসেবে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।[3] তিনি ২০০০ সালের ২৩ মে তারিখ বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিএসই) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০৫ সালের ২২ মে তারিখ এই পদ হতে অবসর গ্রহণ করেন।[4] তার অধীনেই বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন ২০০১ অনুষ্ঠিত হয়।[5][6]
আরও দেখুন
বহি:সংযোগ
তথ্যসূত্র
- "প্রাইম নিউজ"। ১৪ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৩।
- Daily Manab Zamin | সাবেক সিইসি এমএ সাঈদ আর নেই
- "Dhaka News 24.com"। ২৫ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৩। অজানা প্যারামিটার
|1=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - http://www.dainikdestiny.com/index.php?view=details&type=gold&data=Hotel&pub_no=525&cat_id=1&menu_id=2&news_type_id=1&index=8
- Daily Manab Zamin | সাবেক সিইসি এম এ সাইদ আর নেই
- "সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম এ সাইদ আর নেই"। ৯ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৩।